বিদেশি শিক্ষার্থীদের জন্য মার্কিন দূতাবাসের হিউবার্ট এইচ হামফ্রে ফেলোশিপ

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৯, ২০২২, ০৪:৪৪ পিএম

বিদেশি শিক্ষার্থীদের জন্য মার্কিন দূতাবাসের হিউবার্ট এইচ হামফ্রে ফেলোশিপ

বিদেশি শিক্ষার্থীদের হিউবার্ট এইচ হামফ্রে ফেলোশিপ প্রোগ্রামে অংশগ্রহণের জন্য বার্ষিক প্রতিযোগিতার আবেদনপত্র নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স সেকশন। ২০২২-২৩ শিক্ষাবর্ষের জন্য হিউবার্ট এইচ হামফ্রে ফেলোশিপ এক বছর মেয়াদি এবং এটি সরকারি ও বেসরকারি সংস্থায় কর্মরত পেশাজীবীদের জন্য উম্মুক্ত। বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশিরাও এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন।

ঢাকার আমেরিকান দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হিউবার্ট এইচ হামফ্রে ফেলোশিপ কর্মসূচি যুক্তরাষ্ট্র সরকারের অন্যতম ফুলব্রাইট কার্যক্রম। এর মাধ্যমে মেধাবী তরুণ ও মধ্যপর্যায়ের পেশাজীবীরা যুক্তরাষ্ট্রে ডিগ্রিবিহীন এক বছরের স্নাতকস্তরের শিক্ষা গ্রহণ, নেতৃত্বের উন্নয়ন ও যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজের মাধ্যমে পেশাগত দক্ষতা বৃদ্ধির সুযোগ পাবেন। এই কর্মসূচি ভবিষ্যতের নেতৃত্ব ও নীতিনির্ধারকদের যুক্তরাষ্ট্রের সমাজ, সংস্কৃতি ও পেশাগত ক্ষেত্রগুলোর সঙ্গে পরিচিত করার মাধ্যমে আমেরিকানদের সঙ্গে বিদেশি পেশাজীবীদের একটি স্থায়ী ও ফলপ্রসূ সম্পর্ক গড়ে তোলার ভিত্তি হিসেবে কাজ করে। হামফ্রে কর্মসূচি প্রয়াত মার্কিন সিনেটর ও ভাইস প্রেসিডেন্ট হিউবা‍র্ট এইচ হামফ্রের স্মৃতি ও কৃতিত্বের প্রতি সম্মান জানাতে ১৯৭৮ সাল থেকে চালু করা হয়।

এই ফেলোশিপের জন্য জনসেবায় প্রতিশ্রুতিবদ্ধ সরকারি কিংবা বেসরকারি খাতে কর্মরত পেশাজীবী প্রার্থীদের প্রতিযোগিতামূলক পদ্ধতিতে বাছাই করা হবে। প্রার্থীদের ৭ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে। বিস্তারিত ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে জানা যাবে। 

Link copied!