সব কিছু আমার হাতে নেই : জাকসু নির্বাচন নিয়ে উপাচার্য

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৪, ২০২২, ১০:১৩ পিএম

সব কিছু আমার হাতে নেই : জাকসু নির্বাচন নিয়ে উপাচার্য

বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ও চেষ্টা করবো। তবে সব কিছু আমার হাতে নেই। এজন্য আমাকে বিভিন্ন জায়গায় যাওয়া লাগবে। তবে আমি চেষ্টা করবে।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু), রেজিস্টার্ড গ্রাজুয়েট ও বিশ্ববিদ্যালয়ের মেয়াদোত্তীর্ণ সকল পর্ষদের নির্বাচনের আশ্বাস দিয়ে উপাচার্য অধ্যাপক নূরুল আলম এ কথা বলেন। শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সিনেট হলে ৩৯ তম  বার্ষিক সিনেট অধিবেশনে উপস্থিত সিনেটরদের দাবির প্রেক্ষিতে এ আশ্বাস দেন তিনি। 

এর আগে, ৩৯ তম বাজেট অধিবেশনের বক্তৃতায় সিনেটররা গণতান্ত্রিক ধারা বিকাশে সিনেট, সিন্ডিকেট, ডিন, সহ গুরুত্বপূর্ণ পদগুলোতে নির্বাচনের দাবি জানান। এছাড়া তিন দশক ধরে বন্ধ থাকা জাকসু নির্বাচনেরও দাবি জানান তারা।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার গ্রাজুয়েট প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবীর বলেন, 'আমাদের শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্লাটফর্ম জাকসু তিন দশক ধরে অচল হয়ে আছে। শিক্ষার্থীদের অধিকার আদায়ের এই প্লাটফর্মটি দ্রুত সচল করার অনুরোধ করছি।

রেজিস্টার গ্রাজুয়েট প্রতিনিধি মো. আনোয়ার হোসেন মিরধা বলেন, 'সিনেট, সিন্ডিকেট, ডিন সহ গুরুত্বপূর্ণ পদগুলোতে নির্বাচনগুলো কেন হয় না? আমাদের 'মাই ম্যান' চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে হবে। বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ধারা বিকাশে গুরুত্বপূর্ণ পদগুলোতে নির্বাচন খুবই জরুরি।

উল্লেখ্য,  বিশ্ববিদ্যালয়ের ডীন পর্ষদ মে-২০১৮, সিন্ডিকেট পর্ষদ জুন-২০১৮, সিনেট হতে সিন্ডিকেট সদস্য পর্ষদ জুলাই-২০১৬, শিক্ষা পর্ষদ ও অর্থ কমিটি জুন-২০১৮, সিনেটের রেজিস্ট্রার্ড গ্রাজুয়েট প্রতিনিধি জানুয়ারি-২০২১ ও সিনেট শিক্ষক প্রতিনিধি অক্টোবর-২০১৮ থেকে মেয়াদউত্তীর্ণ অবস্থায় রয়েছে।

Link copied!