১২ সেপ্টেম্বরই খুলছে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। সচিবালয়ে আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে রবিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘পঞ্চম শেণি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের প্রতিদিনই ক্লাস হবে। অন্যান্য শ্রেণিতে সপ্তাহে একদিন ক্লাস হবে।প্রথম দিকে ক্লাসের সময় কমিয়ে আনা হবে এবং পর্যায়ক্রমে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া হবে।’ শিক্ষা প্রতিষ্ঠানে স্যানিটাইজ করার ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের টিকার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন ১২ বছরের উর্ধ্ব বয়সী শিক্ষার্থীদের যেন টিকা কার্যক্রমের আওতায় নিয়ে আসা হয়, সেজন্য আমরা প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা শুরু করেছি।’
বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে ডা. দিপু মনি বলেন, ‘এই সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে আমি বৈঠক করবো জানার জন্য যে এখন তারা বিশ্ববিদ্যালয় খোলার জন্য প্রস্তুত কিনা। বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এবং একাডেমিক কাউন্সিল নিয়ে থাকে। তাই তারা যদি মনে করে এখনই খোলা যেতে পারে তাহলে খুলবে।’
এর আগে (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় আন্তঃমন্ত্রণালয় সভা বসে। এতে শিক্ষা, কৃষি, তথ্য ও সম্প্রচার, স্বাস্থ্য, ক্রীড়া, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রীসহ সংশ্লিষ্ট অন্যান্যরা অংশ নেন।
এর আগে জানানো হয়েছিল, আজকের (৫ সেপ্টেস্বর) এই বৈঠকেই শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এছাড়াও ১৫ অক্টোবরের পর বিশ্ববিদ্যালয় খোলার যে কথা রয়েছে তাও এগিয়ে আনার ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে বৈঠকে। এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর দীর্ঘদিনের ক্ষতি কাটিয়ে উঠতে পরিকল্পনা চূড়ান্তকরণ, স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ ও এসএসসি-এইচএসসি সমমান পরীক্ষাগুলো দ্রুত সম্পন্ন করাসহ বেশকিছু বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে গত ৩ সেপ্টেম্বর চাঁদপুরে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ১২ সেপ্টেম্বর থেকে সারা দেশে একযোগে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণা দেন। এরপর ৪ সেপ্টেম্বর চট্টগ্রামে এক অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ছিলেন, সুনির্দিষ্ট তারিখে স্কুল-কলেজ খোলার পর প্রাথমিকভাবে সপ্তাহে একদিন করে ক্লাস নেওয়ার চিন্তা করা হচ্ছে।