অতি বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে চট্টগ্রামের অবস্থা বিপর্যস্ত। এ অবস্থায় মঙ্গলবার (৮ আগস্ট) চট্টগ্রাম মহানগরীর সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার (৭ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) রূপক রায় স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, “অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম মহানগরীর শিক্ষা প্রতিষ্ঠানসমূহের স্বাভাবিক কার্যক্রম আগামী মঙ্গলবার বন্ধ রাখার জন্য অনুরোধ করা হল।”
শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সম্পদ ও নথিপত্র দুর্যোগ পরিস্থিতিতে বিশেষ ব্যবস্থাপনায় সংরক্ষণ করারও নির্দেশনা দেওয়া হয়েছে সেখানে।
এ প্রসঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক মো. শাহেদুল খবির চৌধুরী (কলেজ ও প্রশাসন উইং) গণমাধ্যমকে বলেন, আগামীকাল মঙ্গলবার (৮ আগস্ট) চট্টগ্রাম মহানগরীর সরকারি ও বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। অবস্থা উন্নতি সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে অতিবৃষ্টির কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস–পরীক্ষা ১০ আগস্ট পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের অফিস খোলা থাকবে।
অতি ভারি বৃষ্টিতে তলিয়ে আছে বন্দরনগরীর বিভিন্ন সড়ক। গত দুই দিনে চট্টগ্রামে মোট ৪৩৮ মিলিমিটার বৃষ্টি ঝরেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী দুই দিনও ভারি বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। নগরীর পাহাড়গুলো থেকে ৮০০ পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে জেলা প্রশাসন।