ঢাবি ভর্তি পরীক্ষায় আবেদন পড়লো ২ লাখ ৭৯ হাজার, আসনপ্রতি প্রতিযোগী ৪৭

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১১, ২০২৪, ১১:০৭ এএম

ঢাবি ভর্তি পরীক্ষায় আবেদন পড়লো ২ লাখ ৭৯ হাজার, আসনপ্রতি প্রতিযোগী ৪৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষার আবেদন শেষ হয়েছে গত ৫ জানুয়ারি। সময়সীমা শেষ হওয়া পর্যন্ত ৪টি ইউনিটের ৫ হাজার ৯৬৫ আসনের জন্য মোট আবেদন জমা পড়েছে ২ লাখ ৭৯ হাজার ২টি। সে অনুযায়ী, আসন প্রতি আবেদন পড়েছে প্রায় ৪৭টি।

গত ১৮ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদনের প্রক্রিয়া শুরু হয়। আবেদন চলে ৫ জানুয়ারি পর্যন্ত। আবেদন ফি ছিল ১ হাজার ৫০ টাকা। আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। ২৩ ফেব্রুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। এরপর ২৪ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা, ১ মার্চ বিজ্ঞান ও ৯ মার্চ অনুষ্ঠিত হবে চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন)।

এ পর্যন্ত ‘‍‍`ক’ ইউনিট বা, বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৮৫১টি এবং আসনের জন্য মোট আবেদন জমা পড়েছে ১ লাখ ২২ হাজার ৮০টি। এই অনুষদে প্রতি লড়বেন ৬৯ জন শিক্ষার্থী।

‘খ’  ইউনিট বা কলা আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদে ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১ লাখ ১২ হাজার ২২৫টি। যেখানে আসন প্রতি লড়বেন ৪১ জন শিক্ষার্থী।

‘গ’ ইউনিট বা ব্যবসায় শিক্ষা ইউনিট ১ হাজার ৪০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩৭ হাজার ৬৬০ জন শিক্ষার্থী। এই ইউনিটে মোট আসন সংখ্যা ১ হাজার ৫০ জন এবং আসন প্রতি লড়বেন ৩৯ জন শিক্ষার্থী।

‘ চ’ ইউনিট বা, চারুকলা ইউনিটের ১৩০টি আসনের বিপরীতে মোট আবেদন সংখ্যা ৭ হাজার ৩৭টি এবং আসন প্রতি লড়বেন ৫৪ জন শিক্ষার্থী।

আইবিএতে ২ হাজার ৮২৯টি আবেদন জমা পড়েছে। এই ইউনিটে আবেদনের শেষ সময় ২২ জানুয়ারি।

Link copied!