ঢাবি ভর্তিযুদ্ধ ২০২৪: শুক্রবার প্রতি আসনে লড়বে ৩৮ জন

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ফেব্রুয়ারি ২২, ২০২৪, ১১:২৯ পিএম

ঢাবি ভর্তিযুদ্ধ ২০২৪: শুক্রবার প্রতি আসনে লড়বে ৩৮ জন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল পরীক্ষা কেন্দ্রের ভেতরের ছবি। প্রতীকী/ফাইল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ সেশনের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি)।

বৃহস্পতিবার ঢাবির অনলাইন ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ভর্তি পরীক্ষার বিষয়ে মোস্তাফিজুর রহমান রিপোর্ট ডট লাইভকে জানান, আগামীকাল শুক্রবার সকাল ১১টায় ঢাকাসহ দেশের মোট সাতটি বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কলা ও সামাজিক অনুষদের মাধ্যমে এ ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আগামী ২৪ ফেব্রুয়ারি (শনিবার) ব্যবসায় শিক্ষা ইউনিট, ১ মার্চ (শুক্রবার) বিজ্ঞান ইউনিট এবং ৯ মার্চ (শনিবার) চারুকলা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, এবার কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট ১ লাখ ১২ হাজার ২১৬ জন আবেদন করেছে। তন্মোধ্যে মানবিক বিভাগ থেকে ৫১ হাজার ৩৯১ জন আবেদন করেছে। বিজ্ঞান বিভাগ থেকে ৪৮ হাজার ৮৩৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১২ হাজার ৪৯ জন আবেদন করেছে।

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২,৯৩৪টি আসন রয়েছে।সে হিসেবে আসনপ্রতি আবেদন পড়েছে ৩৮টি। 

ঢাকার মধ্যে এবার ৮০টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে পাশাপাশি বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে রংপুর বাদে অন্যান্য বিভাগীয় শহরগুলোতে কঠোর নিরাপত্তার সাথে প্রশ্নপত্র পৌঁছে গিয়েছে বলে জানিয়েছেন ভর্তি পরীক্ষার সার্বিক দায়িত্বে থাকা সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিয়াউর রহমান

পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক  ড. আ.স.ম. মাকসুদ কামাল কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন কেন্দ্র পরিদর্শন করবেন।

ব্যবসায় শিক্ষা ইউনিটে এক হাজার ৪০টি আসনের জন্য ৩৭ হাজার ৬৫০ জন আবেদন করেছেন। আসনপ্রতি ভর্তিচ্ছু ৩৬ জন। চারুকলা ইউনিটে আসন রয়েছে ১৩০টি। মোট আবেদন পড়েছে ৭ হাজার ৩৮টি। আসনপ্রতি আবেদন করেছেন ৫৪ জন। 

সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগ পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। 

ঢাকা ছাড়া বাকি সাতটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। বিভাগীয় কেন্দ্রগুলো হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

Link copied!