ডিআইইউতে ১০ শিক্ষার্থী বহিষ্কারের ঘটনায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২০, ২০২৪, ০৯:০৮ এএম

ডিআইইউতে ১০ শিক্ষার্থী বহিষ্কারের ঘটনায় মানববন্ধন

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) সাংবাদিক সমিতির কার্যক্রম বন্ধের নির্দেশ ও সাংবাদিকতা পেশায় যুক্ত ১০ শিক্ষার্থীকে বহিষ্কারের প্রতিবাদে মানববন্ধন করেছে দেশের শীর্ষস্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।

এর আগে আইনবহির্ভূত প্রত্যাহারের দাবি জানিয়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয় ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

বুধবার (২০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি (ডিআইইউসাস)।

গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ইনচার্জ) আবু তারেকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বেশ কয়েকজন ছাত্র ‘সাংবাদিক’ পরিচয় দিয়ে একটি সমিতি চালাচ্ছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ধরনের কোনো সাংবাদিক সমিতিকে স্বীকৃতি দেয়নি। নিয়ম বহির্ভূতভাবে কর্মকাণ্ড পরিচালনা করা সাংবাদিক সমিতির সদস্যদের কারণ দর্শানোর নির্দেশ ও সাময়িক বহিষ্কার করা হলো।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ বলেন, ‘সাংবাদিকতা করার কারণে ১০ শিক্ষার্থীকে বহিষ্কারের এ  ঘটনার মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ধৃষ্টতার পরিচয় দিয়েছে। ডিআরইউর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের মালিককে ফোন করে অনুরোধ করা হয়েছিল এমনটি না করতে। কিন্তু তিনি অনুরোধ রাখেননি। অথচ তিনি গণমাধ্যমের সহযোগিতায় এতদূর অবধি এসেছেন। তার এ ধরনের কার্যকলাপ মোটেই গ্রহণযোগ্য নয়।’

এর আগে গত ১০ মার্চ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির (ডিআইইউসাস) ২০২৪-২৫ বছরের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে এশিয়ান টেলিভিশনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি কালাম মুহাম্মদকে সভাপতি ও একুশে সংবাদের প্রতিনিধি রেজোয়ানুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১০ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আকতার হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম মুজতবা ধ্রুব, ঢাকা রিপোর্টাস ইউনিটির সভাপতি শুকুর আলী শুভ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ প্রমুখ।

Link copied!