কোটা আন্দোলন: মধ্যরাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৬, ২০২৪, ১০:০৯ এএম

কোটা আন্দোলন: মধ্যরাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ

বিভিন্ন হল থেকে পাঁচ শতাধিক শিক্ষার্থী উপাচার্যের বাসভবনে গিয়ে ছাত্রলীগের নেতাকর্মী ও বহিরাগতদের বিতাড়িত করে। সংগৃহীত ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর সোমবার দিবাগত রাতে সহিংস হামলা চালিয়েছে ছাত্রলীগ। বহিরাগতদের নিয়ে দুই দফায় হামলা চালায় তারা। পরে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। রণক্ষেত্রে পরিণত হয় ক্যাম্পাস। খবর বার্তা সংস্থা ইউএনবি‍‍`র। 

এর আগে ছাত্রলীগের হামলার শঙ্কায় উপাচার্যের বাসভবনে আশ্রয় নেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। সেখানে ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার শিকার হতে হয় তাদের। পরে বিভিন্ন হল থেকে শত শত শিক্ষার্থী এসে হামলাকারী ছাত্রলীগের নেতাকর্মীদের বিতাড়িত করে।

সোমবার দিবাগত রাত সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানায়, রাত ১২টার পরপর তিন শতাধিক কর্মী ও বহিরাগতদের নিয়ে প্রথম হামলা চালায় ছাত্রলীগ। হেলমেট পরে ধারালো অস্ত্র নিয়ে আসে তারা।

হামলাকারীরা শিক্ষার্থীদের দিকে পেট্রোল বোমা ছুড়তে থাকলে নিরাপত্তার আশায় উপাচার্যের বাসভবনের ভেতরে অবস্থান নেয় তারা। সেখানে তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে ছাত্রলীগের নেতাকর্মীরা।

রাত সোয়া ১২টার দিকে পুলিশ এলে উপাচার্যের বাসভবনের সামনে থেকে রাস্তায় সরে যায় ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে রাত পৌনে ১টার দিকে বাসভবনের গেট ভেঙে ভেতরে ঢুকে বেশ কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে তারা। সেসময় উপাচার্য বাসভবনে থাকা সত্ত্বেও লাইট ভাঙচুর করে সেখানে অবস্থানরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ।

পরে রাত সোয়া ২টার দিকে বিভিন্ন হল থেকে পাঁচ শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনে গিয়ে ছাত্রলীগের নেতাকর্মী ও বহিরাগতদের ধাওয়া করে। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হলে তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ।

এর আগে সোমবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।মিছিলটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক হলে পৌঁছালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আখতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলে হামলা চালায়।

হামলায় এক শিক্ষকসহ অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। 

আহত শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ও পরিবহন কর্মকর্তা আওলাদ হোসেন। আহতদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়।

পরে রাত সাড়ে ৮টার দিকে হামলার বিচার ও অবৈধ শিক্ষার্থীদের হল থেকে বহিষ্কারের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হয় আন্দোলনকারীরা।

Link copied!