আপিল বিভাগের আদেশ প্রত্যাখ্যান: আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

জাতীয় ডেস্ক

জুলাই ১০, ২০২৪, ০৭:৪৭ এএম

আপিল বিভাগের আদেশ প্রত্যাখ্যান: আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

ছবি: সংগৃহীত

সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর এক মাসের স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। তবে এই আদেশ প্রত্যাখ্যান করেছে সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’। সেই সঙ্গে স্থায়ী সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

বুধবার (১০ জুলাই) দুপুরে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করা শিক্ষার্থীদের পক্ষে এমন ঘোষণা দেন বৈষম্যবিরোধী আন্দোলন ঢাকা কলেজ শাখার সমন্বয়ক নাজমুল হাসান।

নাজমুল হাসান বলেন, “আমরা স্থায়ী সমাধান চাই। কোটা নিয়ে বারবার টালবাহানা দেখতে চাই না। সব গ্রেডে অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাস করতে হবে। আমরা পড়ার টেবিলে ফিরে যেতে চাই। দাবি মেনে নেওয়া না পর্যন্ত আন্দোলন চলবে।”

এর আগে, বুধবার সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর চার সপ্তাহের জন্য স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে এসময়ের মধ্যে রাষ্ট্রপক্ষ ও শিক্ষার্থীদের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করতে বলেছেন আদালত। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ৭ আগস্ট দিন ধার্য করা হয়েছে।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। এ আদেশের ফলে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র বহাল থাকছে।  

খুলনা বি এল কলেজের শিক্ষার্থীরা রাস্তা ছাড়লেন
আপিল বিভাগে হাইকোর্টের রায় স্থগিতের আদেশের খবর শুনে ‘আলহামদুলিল্লাহ’ বলে সড়ক ছাড়লেন খুলনার বিএল কলেজের শিক্ষার্থীরা। কোটাবিরোধী আন্দোলন ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা নতুন রাস্তা মোড়ে রাজপথ ও রেলপথ অবরোধ পালন করেছিলেন। আদালতের আদেশের খবর শুনে দুপুর ১২টা ১৫ মিনিটে ‘সড়ক ছেড়ে দেন শিক্ষার্থীরা। পরবর্তী কর্মসূচি জানিয়ে দেওয়া হবে বলে তারা জানান। এরপর সড়কে যানবাহন চলাচল শুরু হয়।

সায়েন্স ল্যাব 
এদিকে, রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ের মূল সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আন্দোলনকারীরা সড়কে অবস্থান নিয়ে কর্মসূচি শুরু করেন।

আগারগাওঁ
রাজধানীর আগারগাঁও মোড়ের মূল সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে আন্দোলনকারীরা সড়কে অবস্থান নিয়ে কর্মসূচি শুরু করেন। ‘বাংলা ব্লকেড’ নামের এই অবরোধ কর্মসূচির কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বেলা সোয়া ১১টার দিকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়’ ব্যানার নিয়ে শিক্ষার্থীরা আগারগাঁও মোড়ের দিকে আসতে শুরু করেন। বেলা সাড়ে ১১টায় তাঁরা আগারগাঁও মোড়ের চারপাশের সড়কে অবস্থান নেন। দেখা যায়, মহাখালী থেকে আগারগাঁওমুখী সড়কে গাছের টব বসিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। ফার্মগেটমুখী সড়কে বাঁশ দিয়ে, শ্যামলীমুখী সড়কে ইটের ব্লক দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে।

শাহবাগ
বুধবার বেলা সোয়া ১১টার দিকে শিক্ষার্থীদের একটি দল শাহবাগ মোড়ের সড়ক অবরোধ করেন। এতে করে এই মোড় হয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। তৈরি হয় তীব্র যানজট। এ ছাড়া আগারগাঁও, সায়েন্স ল্যাবরেটরি, ফার্মগেটসহ রাজধানীর বিভিন্ন গুরুত্পূর্ণ পয়েন্টে সড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা।

পরে বেলা ১১টা ৫০ মিনিটের দিকে মিছিল নিয়ে অবরোধকারীদের সঙ্গে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসা বিপুলসংখ্যক শিক্ষার্থী। এর আগে,বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে থেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর ব্যানারে মিছিল শুরু হয়। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে মিছিলটি শাহবাগ মোড়ে যায়।

ঢাকা-আরিচা মহাসড়কে জাবি শিক্ষার্থীদের অবরোধ 
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। এতে সড়কের উভয় লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করে সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেইট) সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

Link copied!