এপ্রিল ৯, ২০২৫, ০৪:৩০ পিএম
ছবি: সংগৃহীত
২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা সারা দেশে একযোগে শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে। তত্ত্বীয় এই পরীক্ষা শেষ হবে ১৩ মে। আর ব্যাবহারিক পরীক্ষা ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবার মোট পরীক্ষার্থী ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন।
দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন, এরমধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন, ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২ হাজার ২৯১টি, প্রতিষ্ঠান সংখ্যা ১৮ হাজার ৮৪টি।
এই পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের জন্য নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এতে বলা হয়, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সম্পর্কিত গুজব, নকল বা অসদুপায় অবলম্বনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সম্পর্কিত গুজব বা ঘটনা, নকল বা অসদুপায় অবলম্বনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিদের বিরুদ্ধে ‘পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন ১৯৮০’, ‘তথ্য যোগাযোগ ও প্রযুক্তি আইন ২০০৬ এবং এসএসসি ও সমমান পরীক্ষা পরিচালনা নীতিমালা-২০২৫’ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১০ এপ্রিল থেকে অনুষ্ঠেয় এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষার্থীদের নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনাসমূহ-
৩০ মিনিট আগে আসন গ্রহণ
এসএসসি পরীক্ষার্থীদের নির্ধারিত কক্ষে প্রতিটি পরীক্ষার্থীর আসন দেওয়া থাকে। পরীক্ষার শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে নিজের আসনে বসতে হবে। প্রথম দিন পরীক্ষার্থীকে অবশ্যই সকাল ৯টায় পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে হবে। অন্যান্য দিন পরীক্ষার্থীদের ৩০ মিনিট আগে আসন গ্রহণ করতে হবে। যানজটের কথা মাথায় রেখে যথাসময়ে পরীক্ষার কেন্দ্রে পৌঁছানো জরুরি।
OMR শিট লিখে বৃত্ত ভরাট
বহুনির্বাচনি অংশের জন্য OMR শিট ব্যবহার করতে হবে। পরীক্ষার্থীদের প্রথমে OMR শিটে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড এবং বোর্ডের নাম লিখে, তারপর সঠিকভাবে বৃত্ত ভরাট করতে হবে। সঠিক ডিজিটের বৃত্তটি ভরাট করা আবশ্যক।
বিরতি থাকবে না
এসএসসি পরীক্ষায় বহুনির্বাচনি এবং সৃজনশীল অংশের মধ্যে কোনো বিরতি থাকবে না। এই দুই অংশ একসঙ্গে পরীক্ষা হবে এবং পরীক্ষার্থীদের কোনো বিরতির সুযোগ থাকবে না।
উত্তরপত্র ভাঁজ করা যাবে না
পরীক্ষার্থীদের উত্তরপত্র ভাঁজ করতে দেওয়া হবে না, কারণ এতে OMR শিট ক্ষতিগ্রস্ত হতে পারে। সুতরাং, পরীক্ষার্থীদের খাতা সাবধানে রাখতে হবে।
ক্যালকুলেটর ব্যবহার
এমএসসি পরীক্ষায় শুধু সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, কোনোভাবেই সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।
মুঠোফোন
পরীক্ষার সময় মুঠোফোন পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া যাবে না। পরীক্ষার্থীদের মুঠোফোন সঙ্গে নিয়ে যাওয়ার বিষয়ে সতর্ক থাকতে হবে।
পৃথকভাবে পাস
প্রত্যেক পরীক্ষার্থীকে সৃজনশীল, বহুনির্বাচনি এবং ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।
নিবন্ধিত বিষয়ে পরীক্ষা
পরীক্ষার্থী শুধু নিবন্ধনপত্রে যে বিষয়গুলো উল্লেখ করা আছে, সেগুলোর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। অন্য কোনো বিষয় পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না।
উপস্থিতিপত্রে স্বাক্ষর
প্রত্যেক পরীক্ষার্থীর জন্য উপস্থিতিপত্রে স্বাক্ষর করা আবশ্যক। মনে করে অবশ্যই পরীক্ষার উপস্থিতির জন্য উপস্থিতিপত্রে স্বাক্ষর করতে হবে।
কন্টোলরুম
পরীক্ষা চলাকালে পরীক্ষার দিনগুলোতে দেশব্যাপী শিক্ষা বোর্ডগুলোর তথ্য সংগ্রহ ও সমন্বয়ের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষে তথ্য পাঠাতে ফোন, মোবাইল নম্বরে কিংবা ইমেইলে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। ফোন ও মোবাইল নম্বর- ০২-২২৩৩৫৬৭৮০, ০১৭৭৭৭০৭৭০৫, ০১৭৪৯৯৩৪৪১২। ই-মেইল: examcontrolroom@moedu.gov.bd
কন্টোলরুমের দায়িত্বে ২৪ জন কর্মকর্তা নিয়োজিত থাকবেন বলেও জানানো হয়েছে।