ছেলেরা মেয়েদের থেকে কেন এত পিছিয়ে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৬, ২০২৩, ০৩:২৮ পিএম

ছেলেরা  মেয়েদের থেকে  কেন এত পিছিয়ে : প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রসঙ্গে বলেন, ‘আমি আবার মেয়েদের পক্ষে বলছি, ছেলেরা মন খারাপ করো না। ছেলেদের বলতে চাই, তোমরা পিছিয়ে থেকো না, সমানতালে তোমাদেরও এগিয়ে যেতে হবে।’

রবিবার ( ২৬ নভেম্বর ) রাজধানীর গণভবনে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে শেখ হাসিনা এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী  বলেন , ‘পাসের হারে দেখা যাচ্ছে মেয়েরা এগিয়ে। এর জন্য ধন্যবাদ। জিপিএ-৫–এর দিক থেকেও তারা এগিয়ে। প্রতিবারই দেখি মেয়েদের পাসের হার বেড়ে যাচ্ছে।  ছেলেরা মেয়েদের থেকে পিছিয়ে যাচ্ছে।এখন ছেলেদের পিছিয়ে যাওয়ার কারণ খুঁজে বের করতে হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ১১টার কিছু আগে কম্পিউটারের বোতাম চেপে আনুষ্ঠানিকভাবে চলতি বছরের (২০২৩) এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করেন।

পরীক্ষায় মোট নিবন্ধন করেছেন  ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ শিক্ষার্থী । এর মধ্যে ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন ছেলে এবং ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন মেয়ে।

২০২৩ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলে ১১টি বোর্ডে গড় পাসের হার ৭৮ শমিক ৬৪ শতাংশ।

সকাল ১০টার দিকে গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী দীপু মনি ও শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা। গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী ফলাফল প্রকাশ কার্যক্রম উদ্বোধন করেন।

পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী, বেলা ১১টা থেকে শিক্ষার্থীরা ফলাফল পাচ্ছেন। এরপর বেলা দুইটায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

গত ১৭ আগস্ট শুরু হয়েছিল এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। অবশ্য প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা কিছুদিন পর শুরু হয়েছিল। এবার পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী, একটি ছাড়া সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা হয়েছে। 

শুধু তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) পরীক্ষা শেষ সময়ে এসে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।


 

Link copied!