এসএসসিতে ৪৮ টি স্কুলের কেউ পাস করেনি

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৮, ২০২৩, ১০:২২ পিএম

এসএসসিতে ৪৮ টি স্কুলের কেউ পাস করেনি

সংগৃহীত ফাইল ছবি

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী এ বছর গড় পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ। শতভাগ পাসের হার ২ হাজার ৩৫৪ টি শিক্ষাপ্রতিষ্ঠানে। পাস করতে পারেনি ৪৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই । অবশ্য এ সংখ্যা গতবছরের তুলনায় কম।  গত বছর একজনও  পাস করেননি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫০টি।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ১৬ লাখ ৪১ হাজার শিক্ষার্থী পাস করেছেন। চলতি বছর ২০ লাখ ৪১ হাজার ৪৫০ বেশি পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাস করেছে ৮০ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী। গতবার এই পাসের হার ছিলো ৮৭ দশমিক ৪৪ শতাংশ। এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন। এসএসসি ও সমমানে পাসের হার ও জিপিএ-৫ কমেছে।

এদিকে, সর্বোচ্চ পাশের হার বরিশাল বোর্ডে  ও সর্বনিম্ন সিলেট শিক্ষাবোর্ডে।  বোর্ড অনুযায়ী ঢাকা বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৫৫ শতাংশ, বরিশালে ৯০ দশমিক ১১ শতাংশ, চট্টগ্রামে ৭৮ দশমিক ২৯ শতাংশ, কুমিল্লায় ৭৮ দশমিক ৪২ শতাংশ, দিনাজপুরে ৭৬ দশমিক ৮৪ শতাংশ, রাজশাহীতে ৮৭ দশমিক ৮৮ শতাংশ, সিলেটে ৭৬ দশমিক ০৬ শতাংশ, ময়মনসিংহ ৮৫ শতাংশ ও যশোরে ৮৬ দশমিক ১৭ শতাংশ। আর মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭৪ দশমিক ৭০ শতাংশ ও কারিগরি শিক্ষাবোর্ডে ৮৩ দশমিক ৪০ শতাংশ।

এর আগে, শুক্রবার (২৮ জুলাই) সকাল ৯টায় গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসএসসি ও সমমানের ফলের কপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এরপর সকাল সাড়ে ১০টায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফল প্রকাশিত হয়। যদিও এবার একটু ব্যতিক্রমভাবে পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রতিবছর কর্মদিবসে ফল প্রকাশ করা হলেও এবার প্রথমবারের মতো সরকারি ছুটির দিন ফল প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড।

Link copied!