নভেম্বর ৫, ২০২১, ১১:৫৬ এএম
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে সড়ক পরিবহন মালিক সমিতিসহ বেশ কয়েকটি সংগঠনের ডাকে গণপরিবহন ধর্মঘট চলার মধ্যেও অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ভর্তি পরীক্ষা। পাশপাশি রাজধানীর বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হয় সরকারি চাকরিতে প্রবেশের বিভিন্ন পরীক্ষা। এসব পরীক্ষার্থীদের কেন্দ্রে আসার আগ পর্যন্ত বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে।
হঠাৎ করে পরিবহন ধর্মঘট শুরু হওয়ায় শুক্রবার সকাল থেকেই চরম ভোগান্তিতে পড়েন পরীক্নার্থীরা। অনেকে প্রায় এক ঘন্টা ধরে গাড়ির জন্য অপেক্ষা করেছে। না পয়ে বাদ্য হয়ে তিনগুণ বা চারগুণ বেশি ভাড়া দিয়ে রিক্সা ও সিএনজিচালিত গাড়িতে করে তাদের পরীক্ষা কেন্দ্রে আসতে হয়েছে। অনেক শিক্ষার্থীর অভিযোগ, গণপরিবহন বন্ধের সুযোগে রিক্সাচালক ও সিএনজিচালিত অটোরিক্সার চালকেরা অনেক বেশি ভাড়া নিয়েছেন।
আবার অনেক পরীক্ষার্থী গণপরিবহন ধর্মঘটের জন্য পরিবহন মালিক সমিতি ও সরকার উভয় পক্ষকে দায়ি করছেন। এসব শিক্ষার্থীদের মতে, তেলের দাম বৃদ্ধির সময় সরকারের উচিত ছিল বাস ভাড়ার বিষয়টি সমাধান করা। তেলের মূল্য বাড়লেতো পরিবহন মালিকরা বাসভাড়া স্বাভাবিক ভাবেই বাড়াতে চাইবে। তবে হঠাৎ করে এভাবে পরিবহন ধর্মঘট ডেকে আমাদের মতো সাধারণ যাত্রীদের ভোগান্তিতে ফেলা তাদের উচিত হয়নি।
শুক্রবার সকাল ১০ টায় ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে বাণিজ্য ইউনিটে ভর্তির জন্য অনুষ্ঠিত হয়েছে এই পরীক্ষা।
এবারের পরীক্ষা হচ্ছে ১২০ নম্বরের। সেখানে মূল বহুনির্বাচনি পরীক্ষায় থাকছে ১০০ এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর মোট ২০ নম্বর থাকবে।
ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে বাণিজ্য ইউনিটে ভর্তির জন্য অনুষ্ঠিত হয়েছে এই পরীক্ষা।
সাত কলেজের নিয়ন্ত্রক ঢাকা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, এবছর সাত কলেজে ২৬ হাজার ১৬০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৯৫ হাজার ৬২২ জন পরীক্ষার্থী। প্রতিটি আসনের বিপরীতে অন্তত চারজন করে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবার।
শুধুমাত্র বাণিজ্য ইউনিটের ভর্তির পরীক্ষার জন্য এ বছর ২৩ হাজার ৭০০টি আবেদন পড়েছে। বিপরীতে সাতটি কলেজে বাণিজ্য ইউনিটের বিভাগগুলোতে মোট আসন সংখ্যা ৫ হাজার ৩১০টি।
আগামীকাল শনিবার বিজ্ঞান ইউনিট, এবং আগামী ১৩ নভেম্বর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে সাত কলেজের ভর্তি পরীক্ষা শেষ হবে।