ঢাকা বিশ্ববিদ্যালয় কবে খুলছে জানা যাবে ১৫ সেপ্টেম্বর

আফছার মুন্না

সেপ্টেম্বর ১২, ২০২১, ০৩:০৮ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কবে খুলছে জানা যাবে ১৫ সেপ্টেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ১৫ সেপ্টেম্বরের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায়। স্কুল-কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হলেও বিশ্ববিদ্যালয়গুলো খোলার বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি।

প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির বেশ কয়েকজন সদস্য জানিয়েছেন, ‘করোনা সংক্রমণ ও মৃত্যুর হার বিবেচনা করে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কতোজন টিকা পেয়েছেন সেটা আমলে নিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে, অক্টোবরের প্রথম সপ্তাহে হলগুলো খুলে দেওয়া হবে কি না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. গোলাম রাব্বানি জানিয়েছেন, ‘বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্ট কাউন্সিল সেপ্টেম্বরের শেষ সপ্তাহ কিংবা অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যেই হলগুলো খুলে দিতে বলেছে’। প্রক্টর আরো জানান, ‘যেহেতু করোনা সংক্রমণের হার কমছে এবং এটা যদি ক্রমাগত কমতে থাকে তাহলে আমরা হয়তো হল খুলে দিতে পারবো। তবে আমাদের শিক্ষার্থীরা সবাই কোভিডের টিকা গ্রহণ করেছে কি না তার ওপরও হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নির্ভর করছে অনেকটা’। ড. রাব্বানি বলেন, ‘আমারা এখনো বিশ্ববিদ্যালয় খোলার তারিখ নির্ধারণ করিনি’।  

প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সদস্য এবং স্যার এএফ রহমান হলের প্রভোস্ট অধ্যাপক কেএম সাইফুল ইসলাম খান বলেন, ‘আমরা আশা করছি ১৫ সেপ্টেম্বরের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় আমরা একটি চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারব‘।

এদিকে বিশ্ববিদ্যালয়ে গণরুমের বিষয়ে বিজয় একাত্তর হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল বশির বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্র্তপক্ষের কোন প্রকার অনুমতি ছাড়াই প্রথম বর্ষের শিক্ষার্থীরা গণরুমে আসে। ছাত্র নেতারা কোনভাবেই গণরুমের জন্য দায়ী নয়’। এসময় তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় গণরুমের বিলুপ্তি চেয়েছে। এবিষয়ে আমাদের উপাচার্য বিশ্ববিদ্যালয়ে সক্রিয় ছাত্র সংগঠনগুলো এবং প্রভোস্টদের সাথে মতবিনিময় করেছেন। ছাত্র নেতারা গণরুমের সমস্যা সমাধানে সহায়তা দিতে প্রস্তুত আছে’।  

এর আগে গত ২৪ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি অক্টোবরের প্রথম সপ্তাহে হল খোলার বিষয়ে মত দিয়েছিল। এ বিষয়ে অধ্যাপক সাইফুল ইসলাম খান বলেন, ‘আমাদের জানামতে আমাদের ৪০ শতাংশ শিক্ষার্থী করোনার দুই ডোজ টিকাই নিয়েছে। তবে যারা হলে ওঠতে চায় তাদের অবশ্যই ১৫ সেপ্টেম্বরের মধ্যে করোনার দুই ডোজ টিকাই নিতে হবে’।

Link copied!