করোনাভাইরাসের কারণে চলতি বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষা পেছানোর কারণে আগামী ২০২২ সালের পরীক্ষাও নির্ধারিত সময় অনুযায়ি হচ্ছেনা। ওই বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়ের দুই মাস পর অনুষ্ঠিত হবে বলে শিক্ষাবোর্ড সংশ্লিষ্ট একটি সূত্র নিশ্চিত করেছে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকা সূত্রে জানা গেছে, প্রতিবছর ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা হলেও ২০২২ সালের ওই পরীক্ষা পিছিয়ে এপ্রিলে অনুষ্ঠিত হতে পারে।একইভাবে এইচএসসি পরীক্ষাও নির্ধারিত এপ্রিল মাসের পরিবর্তে জুন মাসে অনুষ্ঠিত হতে পারে। তবে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতির উপরই সবকিছু নির্ভর করছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরীক্ষাগুলোর জন্য চলতি বছরের পরীক্ষার্থীদের পুরো সিলেবাস পড়তে হবে না। কারণ এরই মধ্যে সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। সংক্ষিপ্ত এই সিলেবাস পড়েই পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে। তবে আগামী বছর নির্ধারিত সময়ের পরে সব বিষয়েই পরীক্ষা হতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদকে মুঠোফোনে ব্শে কয়েকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভি করেননি।
তবে নাম প্রকাশ না করার শর্তে ঢাকা শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা জানান, আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা অন্তত দুমাস পিছিয়ে যাচ্ছে। আগামী কিছু দিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। তিনি বলেন, করোনার কারণে চলতি বছরের পরীক্ষা ৯ মাস পিছিয়েছে। আগামী বছর দুমাস পেছাতে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৩ সাল থেকে পরীক্ষা দুটি ফেব্রুয়ারি এবং এপ্রিলে হতে পারে বলে জানান তিনি।
ঢাকা শিক্ষা বোর্ডের ওই কর্মকর্তা আরও বলেন, চলতি বছরের পরীক্ষা ৯ মাস পিছিয়েছে। আগামী বছর দুই মাস পেছাতে পারে। তবে সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৩ সাল থেকে নির্ধারিত সময়ে এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে। গত ৩১ মে করোনাভাইরোসে আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা ৮ লাখ পেরিয়ে যায়। গত বছরের ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।
এরপর করোনা সংক্রমণ কমাতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় দীর্ঘ দেড় বছর বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান গত ১২ সেপ্টেম্বর থেকে খুলে দেওয়া হয়। সংক্ষিপ্ত সিলেবাসে অল্পসময় ক্লাস করিয়ে চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের প্রস্তুত করা হচ্ছে। করোনা পরিস্থিতির কারণে ২০২২ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের সিলেবাসও কমানো হয়েছে।