মে ১৪, ২০২৩, ০৮:৪৬ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভুয়া পরিচয় দিয়ে ঢাকা কলেজের ১১-১২ সেশনের ম্যানেজমেন্ট বিভাগের এক সাবেক শিক্ষার্থী ২০১৯ সাল থেকে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করে আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৭-১৮ সেশনের একজন শিক্ষার্থীকে।
প্রেমের প্রস্তাব প্রত্যাখান করার পরও দীর্ঘদিন ধরে ঢাকা কলেজের এই শিক্ষার্থী ফেসবুক, মেসেঞ্জার এবং ফোন কলে হেনস্তা করে আসতেছিল। ভুক্তভোগী শিক্ষার্থী হেনস্তার অভিযোগে এর আগে থানায় সাধারণ ডায়েরি করার পর পুলিশ শাসিয়ে ছিল তাকে। তারপরও বিভিন্নভাবে বিরক্ত ও হেনস্তা করে যাচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীকে।
২০১৯ সালে টিউশন মিডিয়ার নাম করে যোগাযোগ নাম্বার পেয়েছিল অভিযুক্ত ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী আদনান মিজান। মিজান তাকে ঢাবির ম্যানেজমেন্ট বিভাগের ১১-১২ সেশনের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিয়েছিল।
মিজানের ফেসবুক ওয়ালেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয় দিয়ে রাখা। নিজেকে বাংলাদেশ ছাত্রলীগের সদস্য হিসেবে দাবি করেন তিনি।
মিজান আজ ভুক্তভোগী মেয়েটির সাথে ক্যাম্পাসে দেখা করতে আসে। এক পর্যায়ে সে মেয়েটির সাথে অযাচিত আচরণ ও শারীরিকভাবে হেনস্তা করার অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষার্থী।
এ সময়ে ঢাবির সাধারণ শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে মিজানকে মারধর করে প্রক্টরিয়াল টিমের কাছে তাকে সোপর্দ করে।
অভিযুক্ত ও ভুক্তভোগীর বিস্তারিত বক্তব্য শুনে ঢাবির প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান লিখিত অভিযোগ জমা দিতে বলেন। ভুক্তভোগীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত মিজানকে শাহবাগ থানায় পুলিশের কাছে সোপর্দ করা হয়।