ঢাবির সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের ডক্টরেট ডিগ্রি নিয়ে সংসদে আপত্তিকর মন্তব্য জাপার ফিরোজ রশীদের

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১, ২০২২, ০৮:১৮ পিএম

ঢাবির সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের ডক্টরেট ডিগ্রি নিয়ে সংসদে আপত্তিকর মন্তব্য জাপার ফিরোজ রশীদের

সংসদ অধিবেশনে ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য পদে নিয়োগ পাওয়াকে ‘রাজনৈতিক বিবেচনাপ্রসূত’ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ। শুধু তাই নয়, তিনি এমন অভিযোগও করেছেন— আরেফিন সিদ্দিকের কোনো ডক্টরেট ডিগ্রিই নেই! আরেফিন সিদ্দিককে নিয়ে কাজী ফিরোজ রশীদের শেষ অভিযোগটির কোনো সত্যতা মেলেনি। তাই তার এমন বক্তব্যের সমালোচনা করছেন অনেকেই। আর প্রতিক্রিয়ায় আরেফিন সিদ্দিক বলছেন, ব্যক্তিগত ক্ষোভ থেকে এমন মন্তব্য করে থাকতে পারেন ওই সংসদ সদস্য।

বৃহস্পতিবার (৩০ জুন) একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী দিনে কাজী ফিরোজ রশীদ এ মন্তব্য করেন।

কাজী ফিরোজ রশীদের বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে আ আ ম স আরেফিন সিদ্দিক দ্য রিপোর্ট ডটলাইভকে বলেন, ‘আমি দীর্ঘকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি। উপাচার্যের দায়িত্বপালন করেছি। এর মূল্যায়ণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবকমণ্ডলী ও দেশবাসী অবশ্যই করবে। সংশ্লিষ্ট সংসদ সদস্য আমি উপাচার্য থাকার সময় কিছু অনুরোধ নিয়ে এসেছিলেন, যা আমি রাখতে পারিনি।’

কী ‘অনুরোধ’ নিয়ে ফিরোজ রশীদ গিয়েছিলেন— এমন প্রশ্নের জবাবে আরেফিন সিদ্দিক বলেন, ‘ন্যাশনাল মেডিকেল কলেজের চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার জন্য আমার অফিসে অনুরোধ নিয়ে এসেছিলেন। নানা কারণে তাঁকে সেই দায়িত্ব দেওয়া হয়নি। সে সব বিষয়ে হয়তো তাঁর মধ্যে ক্ষোভ কাজ করে থাকতে পারে।’ 

২০০৯ সালের ১৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের আচার্য ও বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ অধ্যাপক সিদ্দিককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ দেন। এরপর ২০১৩ সালের জুলাইতেও তিনি সিনেট কর্তৃক নির্বাচিত হয়ে ২০১৭ সালের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় সাড়ে আট বছর উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি একই বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক। অধ্যাপক সিদ্দিক ঢাবি শিক্ষক সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।

Link copied!