হচ্ছে না টেস্ট পরীক্ষা, এইচএসসি’র ফরম পূরণ শুরু ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক

জুন ২৬, ২০২১, ০৯:৪৪ পিএম

হচ্ছে না টেস্ট পরীক্ষা, এইচএসসি’র ফরম পূরণ শুরু ২৯ জুন

করোনাভাইরাস সংক্রমণের কারণে টেস্ট পরীক্ষা ছাড়াই স্বাস্থ্যবিধি মেনে চলতি বছরের এইচএসসি  পরীক্ষার জন্য আগামী মঙ্গলবার (২৯ জুন) থেকে ফরম পূরণ শুরু করছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড।

বিলম্ব ফি ছাড়াই এই ফরম পূরণ চলবে আগামী ১১ জুলাই পর্যন্ত। স্বাস্থ্যবিধি মেনে এইচএসসির ফরম পূরণ করতে শিক্ষা বোর্ডগুলো সব কলেজকে নির্দেশনা দিয়েছে।

শুক্রবার (২৫ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর কোনো নির্বাচনী পরীক্ষা হবে না। ফলে নির্বাচনী বা টেস্ট পরীক্ষা সংক্রান্ত কোনো ফি আদায় করা যাবে না।

পরীক্ষার ফি কত

চলতি এইচএসসির ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করে দিয়েছে ঢাকা বোর্ড। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজ্ঞান শাখার জন্য সর্বোচ্চ ২ হাজার ৫শত টাকা, মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য সর্বোচ্চ ১ হাজার ৯শত ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার কোনো পরীক্ষার্থীর চতুর্থ বিষয়ে ব্যাবহারিক পরীক্ষা থাকলে এ ফির সঙ্গে অতিরিক্ত ১৪০ টাকা যুক্ত হবে। অন্যদিকে, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার কোনো শিক্ষার্থীর নৈর্বাচনিক বিষয়ে ব্যাবহারিক থাকলে বিষয়প্রতি আরো ১৪০ টাকা যোগ হবে।

শিক্ষা বোর্ড জানিয়েছে, নির্ধারিত ফির অতিরিক্ত কোনো ফি আদায় করা যাবে না। এ–সংক্রান্ত কোনো অভিযোগ পাওয়া গেলে ফরম পূরণের প্যানেল বন্ধ করাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে এইচএসসি পরীক্ষার ফরম পূরণের বিস্তারিত প্রক্রিয়া তুলে ধরেছে ঢাকা শিক্ষা বোর্ড। বিজ্ঞপ্তিতে এইচএসসির কোন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের কোন সিলেবাস থেকে কী পদ্ধতির প্রশ্ন করা হবে, তা–ও জানিয়েছে ঢাকা বোর্ড।

গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। কয়েক দফা উদ্যোগ নিয়েও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব হয়নি। ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা না নিয়ে জেএসসি ও এসএসসির ফলাফলের গড় করে ফল প্রকাশ করেছিল সরকার। তবে গত বছরের মতো এবার ‘অটো পাস’ না দিয়ে শিক্ষা মন্ত্রণালয় বিকল্প মূল্যায়নের কথা বলছে।

 

Link copied!