‘শিক্ষক-শিক্ষার্থীদের ডোপ টেস্টের আওতায় আনা হবে’

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১৮, ২০২১, ০১:৩৮ এএম

‘শিক্ষক-শিক্ষার্থীদের ডোপ টেস্টের আওতায় আনা হবে’

বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় শিক্ষার্থীদের এবং নিয়োগের সময় নতুন শিক্ষকদের ডোপ টেস্ট করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে বলেও তিনি জানান।

মঙ্গলবার (১৭ আগস্ট) বিকালে সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ডোপ টেস্টের ব্যবস্থা নেয়া হয়েছে মাদককে নিরুৎসাহিত করতে। চাকরিতে ঢোকার সময়ও ডোপ টেস্ট করা হচ্ছে। সরকারি কর্মকর্তা- কর্মচারীরা বছরে একবার ডোপ টেস্টের আওতায় আসবেন। যারা পজিটিভ হবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

নতুন নতুন ভয়ংকর মাদক আসার খবর আসছে উল্লেখ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মাদক কীভাবে নিয়ন্ত্রণ করা যায় তা বিস্তারিত আলোচনা করেছি। এর উৎসগুলো কী কী, ভুক্তভোগী কারা তা নিয়েও আলোচনা করা হয়েছে। আমাদের দেশে যে মাদকগুলো উদ্ধার করা হয়, সেগুলো বাইরের। আমরা মাদক তৈরি করি না। মাদক আসে বাইরে থেকে। এর মাধ্যমে আমাদের তরুণ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যাতে মাদক না আসে, তা বন্ধের ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,‘কুরিয়ার সার্ভিস নিয়ন্ত্রণ করা হয় ডাক বিভাগ থেকে। তাদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। স্ক্যানার বসিয়ে প্রত্যেকটা কুরিয়ার সার্ভিসের মালপত্র স্ক্যান করা হবে। যারা এই নির্দেশ অমান্য করবে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Link copied!