‘সিটি করপোরেশনে ১২ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদানের প্রস্তুতি চলছে’

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ৪, ২০২১, ০৪:১৯ এএম

‘সিটি করপোরেশনে ১২ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদানের প্রস্তুতি চলছে’

সারাদেশে শুধুমাত্র সিটি করপোরেশন এলাকায় ১২ বছর বা তার চেয়ে বেশি বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধক টিকা দেয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রবিবার (৩ অক্টোবর) বিকেলে চাঁদপুর জেলা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।  

টিকাদান কর্মসূচি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে আলোচনা চলছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, যাদের বয়স ১২ বছরের অধিক, তাদেরকে একটি টিকা দেওয়ার সুযোগ রয়েছে। সেটাও যেকোনও জায়গায় দেওয়া যাবে না। তারও কিছু কারিগরি সহায়তার বিষয় রয়েছে।’ শুধু সিটি করপোরেশন এলাকার শিক্ষার্থীদের টিকা দেওয়া সম্ভব হবে বলেও তিনি জানান।

ডা. দীপু মনি আরও বলেন, টিকা কখন ও কীভাবে দেওয়া শুরু করতে পারবো, তা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে কথাবার্তা চলছে। 

সম্প্রতি ১৮ বছর বা তার বেশি বয়সী শিক্ষার্থীরা টিকাগ্রহণের জন্য সরকারি ‘সুরক্ষা অ্যাপ’ ব্যবহার করে রেজিস্ট্রেশন করেছে।

চলতি বছরের গত ১৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, দেশের ৮০ ভাগ লোককে টিকাদান কার্যক্রমের আওতায় আনার অংশ হিসেবে ১২ বছর বা তার চেয়ে বেশি বয়সী শিক্ষার্থীদেরও পর্যায়ক্রমে টিকার আওতায় আনা হবে।বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশনা অনুযায়ি আসছে ডিসেম্বরের মধ্যে দেশের ৫০ ভাগ লোককে টিকাদানের আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের।

Link copied!