বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় ৬ নম্বরে আছে ঢাকা। বাংলাদেশের রাজধানী ঢাকার আগে এই তালিকায় রয়েছে আরও ৫ শহর। এই শহরগুলো হলো: দামেস্ক, ত্রিপোলি, আলজিয়ার্স, লাগোস ও করাচি। অন্যদিকে বসবাসের যোগ্য শহরের তালিকার শীর্ষে রয়েছে ৫ শহর। সেগুলো হলো: ভিয়েনা, কোপেনহেগেন, জুরিখ, মেলবোর্ন ও ক্যালগারি।
ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) প্রকাশিত গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স ২০২৪-এ এসব তথ্য উঠে আসে। বৃহস্পতিবার (২৭ জুন) প্রকাশিত গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স ২০২৪-এর প্রতিবেদনে দেখা যায়, ২০২৩ সালের র্যাংকিংয়ের তুলনায় ঢাকা দুই ধাপ পিছিয়েছে। ৪৩.০ স্কোর নিয়ে পাকিস্তানের করাচির চেয়ে ১ ধাপ এগিয়ে তালিকায় ১৬৮তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী।
সূচক অনুযায়ী, ৯৮ দশমিক ৪ স্কোর নিয়ে টানা তৃতীয় বছরের মতো বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহর হয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা ও ৩০.৭ স্কোর নিয়ে সবচেয়ে কম বাসযোগ্য শহর হয়েছে সিরিয়ার রাজধানী দামেস্ক।
১৭৩টি শহর নিয়ে স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, শিক্ষা, সংস্কৃতি ও পরিবেশ ও অবকাঠামো বিবেচনায় ইআইইউর এই সূচক তৈরি করা হয়েছে। ভূ-রাজনৈতিক দ্বন্দ্ব, নাগরিক অস্থিরতা এবং আবাসন সংকট সত্ত্বেও চলতি বছর গড় স্কোর কিছুটা বেড়েছে। প্রতিবেদনে দেখা যায়, উত্তর আমেরিকা ও পশ্চিম ইউরোপ বিশ্বের সবচেয়ে বাসযোগ্য অঞ্চল হলেও তাদের স্কোর কমে গেছে। চলতি বছরের তালিকায় সবচেয়ে বেশি অর্থাৎ ১০ ধাপ এগিয়েছে হংকং।