টানা বৃষ্টির পরও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৭, ২০২৩, ০১:৫৩ পিএম

টানা বৃষ্টির পরও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

বায়ুদূষণে বিশ্বের ১০৯টি শহরের মধ্যে ঢাকার অবস্থান পঞ্চম।

কয়েক দিনের বৃষ্টির পরও রাজধানীর বাতাসের মানের উন্নতি হয়নি। আজ শনিবার সকাল ১০টার দিকে বায়ুদূষণে বিশ্বের ১০৯টি শহরের মধ্যে ঢাকার অবস্থান পঞ্চম। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স—একিউআই) এ সময় ঢাকার স্কোর ১৫৪। বাতাসের এ মানকে ‘অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়।

একিউআইয়ের বাতাসের মানসূচক অনুযায়ী, ১৫৪ স্কোর নিয়ে বিশ্বব্যাপী দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকা পঞ্চম স্থানে আছে। ১৭৮, ১৬৯ এবং ১৬৮ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম তিনটি স্থান দখল করেছে যথাক্রমে ভারতের দিল্লি, ইন্দোনেশিয়ার জাকার্তা এবং পাকিস্তানের লাহোর।

একিউআই স্কোর ১০১ থেকে ১৫০ হলে “সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর” ধরা হয় এবং ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে “অস্বাস্থ্যকর” বলে মনে করা হয়। এছাড়াও, ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে “খুব অস্বাস্থ্যকর” এবং ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে “ঝুঁকিপূর্ণ” হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

Link copied!