কাল-পরশু হালকা বৃষ্টি, ১৯ জানুয়ারি বাড়বে শীতের অনুভূতি

জ্যেষ্ঠ প্রতিবেদক

জানুয়ারি ১৬, ২০২৪, ০৬:২৬ পিএম

কাল-পরশু হালকা বৃষ্টি, ১৯ জানুয়ারি বাড়বে শীতের অনুভূতি

সংগৃহীত ছবি

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আজ আকাশ মেঘলা থাকেলেও বৃষ্টি হতে পারে কাল থেকে।

সংস্থাটি আজ মঙ্গলবার সকাল ৯ টায় একটি পূর্বাভাস দিয়েছে, ওই সময় থেকে আগামী ৭২ ঘন্টা সারা দেশের আবহাওয়া কেমন থাকবে তা বলা হয়েছে সেখানে।

আজ বৃষ্টি হওয়ার কোন কথা সেখানে বলা হয়নি। তবে আকাশ কোথাও কোথাও আংশিক মেঘলা থাকবে।

আগামীকাল বুধবার দেখা যেতে পারে শীতকালীন বৃষ্টির। তবে তা সারাদেশে হওয়ার সম্ভাবনা নেই। এছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনাও নেই। বুধবার শুধু খুলনা বিভাগের দুই এক জায়গায় হালকা বা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। তবে ওই দিন সারাদেশের আকাশই আংশিক মেঘলা ও প্রধানত শুষ্ক থাকবে।

তবে বৃহস্পতিবার দেশের অন্তত পাঁচটি বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিভাগগুলো হচ্ছে- ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল ও খুলনা। তবে এসব বিভাগের সব জায়গায় বা অধিকাংশ জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। এসব বিভাগে কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টি হওয়ার ভয় নেই। অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী ওইদিনও হতে পারে হালকা বা গুড়ি গুড়ি বৃষ্টি।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবীদ আব্দুল মান্নান বলেন, ‘বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প আসছে যার কারণে আকাশে মেঘ জমা শুরু হয়েছে। আগামীকাল বুধবার বিকেল থেকে বাংলাদেশের পশ্চিম অংশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের ফলে এ জলীয় বাষ্প আসছে। লঘুচাপটির বর্ধিতাংশ ভারতের উড়িষ্যা ও পশ্চিম বঙ্গ পর্যন্ত বিস্তৃত হয়েছে, যা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে জলীয় বাষ্পের জোগান দেবে। এ জলীয় বাষ্পের প্রভাবেই হবে বৃষ্টি।’

পরের দিন ১৮ জানুয়ারী জলীয় বাষ্পের জোগান আরো বাড়তে থাকবে। এ কারনে বৃহস্পতিবার দেশের অন্যান্য বিভাগেও বৃষ্টি হবে।  

শীতের অনুভূতি আরো বাড়বে ১৯ জানুয়ারী থেকে

বৃষ্টি থাকবে ১৮ জানুয়ারী পর্যন্ত। আর এ সময়টুকুতে তাপমাত্রাও কাছাকাছি পর্যায়ে থাকবে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ রাতে তাপপাত্রা গতরাতের মতোই থাকবে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অর্থাৎ সন্ধ্যা ৬টা পর্যন্ত আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপপাত্রা ছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস।

আগামীকাল বুধবার দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি বাড়তে পারে। পরশুদিন বৃহস্পতিবার রাতের তাপমাত্রা আরেকটু বাড়তে পারে। ফলে আগামী দুই দিন রাতে শীত এখনকার চেয়ে একটু কম অনুভূত হবে। তবে রাতের তাপমাত্রা বাড়লেও বৃহস্পতিবার দিনের তাপমাত্রা কিছুটা কমবে।

তবে আগামী পাঁচদিনের পূর্বাভাসে আবার তাপমাত্রা কমার কথা বলা হয়েছে।

আব্দুল মান্নান বলেন, ‘বৃষ্টি হওয়ার পর কুয়াশা কেটে যাবে। উত্তর ও পশ্চিম দিক থেকে হিমালয়ের ঠান্ডা বাতাশের বেগ বাড়বে, যার প্রভাবে রাতের তাপমাত্রা কমে যাবে। এজন্য ঠান্ডার অনুভূতি এখনকার চেয়েও তীব্র হবে।’

‘১৯ জানুয়ারী এবং তৎপরবর্তী কয়েকদিন শীতের অনুভূতি বেশি হবে। সে অনুযায়ী প্রস্তুতি নিতে হবে সাধারণ মানুষকে’, বলেন তিনি।

কুয়াশা সাধারণত বায়ূমন্ডলের ১০০-২০০ মিটারের মধ্যে থাকে। আর মেঘ জমা হয় সাধারণত ৫ থেকে ৭ কিলোমিটার উপরে। মেঘ থেকে বৃষ্টির ফোঁটা কুয়াশাকে নিয়ে ভূপৃষ্ঠে পতিত হয়। আর এজন্যই বৃষ্টি হলে কুয়াশা কেটে যায়।

১৮ জানুয়ারি পর্যন্ত ঘন কুয়াশায় বিঘ্নিত হবে যান চলাচল

কুয়াশার কারণে বিমান, সড়ক ও নৌপথে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটার কথা বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে শুরু করে সকাল পর্যন্ত মাঝারি ও ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকবে সারাদেশ, যা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ অবস্থা বিরাজ করবে ১৮ জানুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত।

আবহাওয়াবিদরা বলছেন, বৃষ্টি হলে কুয়াশা কেটে যাবে, তখন যান চলাচলে কোন অসুবিধা থাকবে না। 

Link copied!