১০ ডিগ্রির নিচে তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১৩, ২০২৪, ০৩:১০ পিএম

১০ ডিগ্রির নিচে তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা

সংগৃহীত ছবি

সাধারণত নভেম্বর-ডিসেম্বরে শীত শুরু হলেও এ বছর কিন্তু তাপমাত্রা অনেকটাই উষ্ণ অবস্থানে ছিল। তবে জানুয়ারি আসার সাথে সাথে তাপমাত্রার নিম্নগতি বেড়েই চলছে। গত এক সপ্তাহ যাবত ঢাকায় রাতে তাপমাত্রা খুবই কম এবং সকালের দিকে বেশ ঘন কুয়াশা বিরাজ করছে। 

তাপমাত্রার হঠাৎ এমন নিম্নমুখী রূপের কারণ জানতে দ্য রিপোর্টের পক্ষ থেকে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুল হকের সাথে যোগাযোগ করা হয়। তিনি জানান, আকাশে খুব বেশি পরিমাণ লো-ক্লাউড আছে। সারাদেশেই খুব বেশি পরিমাণে লো-ক্লাউড বিরাজ করছে। যার ফলে বেশি পরিমাণ কুয়াশা দেখা যাচ্ছে। গতকাল ১২ জানুয়ারি থেকে এই কুয়াশার ফলে তাপমাত্রা ১-৭ ডিগ্রি পর্যন্ত কমে গেছে। মিনিমাম তাপমাত্রা সারাদেশে ১২-১৪ ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ আছে। 

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আরও জানান, ম্যাক্সিমাম তাপমাত্রা কমে যাওয়াতে এবং মিনিমাম তাপমাত্রা বাড়ার ফলে বায়ুমণ্ডলে ময়েশ্চার বেড়ে গেছে এজন্য ঠান্ডা ভাবটাও বেশি। আজকে ঢাকার তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রার কারণ হলো ম্যাক্সিমাম তাপমাত্রা ঢাকায় খুব কম আর মিনিমাম তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। এর ফলে ময়েশ্চার বেশির কারণে অনেক বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে। তবে খুলনা ও রাজশাহী অঞ্চলে ১৮-১৯ তারিখ পর্যন্ত এই ঠান্ডার সাথে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা হওয়ার পর তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছেন আজিজুল হক। 

ঢাকাতে তাপমাত্রা একই রকম থাকবে কি না এই প্রশ্নের উত্তরে আজিজুল হক বলেন, ঢাকাতে ও একইভাবে ঠান্ডা অনুভূত হবে এবং ১৮ তারিখ পর্যন্ত ঠান্ডা অব্যাহত থাকবে। তবে ১৮ ও ১৯ তারিখে ঢাকাতেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। বৃষ্টিপাতের পর ঢাকাতেও তাপমাত্রা খানিকটা বাড়বে। তবে ঢাকাতে কোনো শৈত্য প্রবাহ নেই। শৈত্য প্রবাহ আছে উত্তরাঞ্চলে রংপুর, রাজশাহী এবং চুয়াডাঙ্গাতে। এইসব অঞ্চলে মাইল্ড শৈত্যপ্রবাহ চলছে এবং জানুয়ারি মাস পর্যন্ত এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। 

হুট করেই বৃষ্টিপাতের সম্ভাবনা কেন জাগছে এই বিষয়ে আজিজুল হক বলেন, এটা আসলে প্রাকৃতিক একটা বিষয়। জুন এবং জানুয়ারি মাসের মাঝামাঝিতে একটা বৃষ্টিপাত হয়। এটা সাধারণত হয়ে থাকে। এটাকে প্রাকৃতিক নিয়মের মধ্যে বলতে পারেন। সাধারণত জানুয়ারি মাসে শীতকালে বৃষ্টিপাত হবে না এমন কোনো বিষয় নেই। শীতকালে ৩ শতাংশ বৃষ্টিপাত হয় তার ফলশ্রুতিতে এই ৩ শতাংশ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আমরা পেয়েছি। 

তবে এই বৃষ্টিপাতের ফলে পুরো দেশে বেশ ঠাণ্ডা আবহাওয়া বিরাজ করবে। ঢাকাতেই তাপমাত্রা থাকবে ১০-১১ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত এই ঠান্ডা আবহাওয়া বিরাজ করবে। তবে উত্তরাঞ্চলে তাপমাত্রা যথেষ্ট কমে যাবে।

আবহাওয়া অধিদপ্তরের ভাষ্যমতে, আগামী ১৮ ও ১৯ তারিখ পর্যন্ত ঢাকার তাপমাত্রা ১৩ থেকে ১৬ ডিগ্রির মধ্যে থাকলেও ১৮ ও ১৯ তারিখে পর তাপমাত্রা আরও কমবে এবং এই ঠান্ডা আবহাওয়া পুরো জানুয়ারি পর্যন্ত সারা দেশে বিরাজ করবে। 

Link copied!