‘১ লাখ ২০ হাজার বছরের মধ্যে ২০২৩ এর জুলাই সবচেয়ে উষ্ণতম মাস’

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৮, ২০২৩, ১২:১৭ এএম

‘১ লাখ ২০ হাজার বছরের মধ্যে ২০২৩ এর জুলাই সবচেয়ে উষ্ণতম মাস’

চলতি জুলাই মাসকে বিশ্বের সবচেয়ে উষ্ণতম মাস হিসেবে দাবি করেছেন বিজ্ঞানীরা। বৃহস্পতিবার  (২৮ জুলাই) রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) জানিয়েছে—চলতি জুলাইয়ের তাপমাত্রা এরই মধ্যে প্রাক-শিল্পযুগের তাপমাত্রার চেয়ে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। এরই সূত্র ধরে ডব্লিউএমও জানিয়েছে, চলতি জুলাইয়ের প্রথম তিন সপ্তাহ অতীতের যেকোনো বছরের চেয়ে উষ্ণতম সময় ছিল।

জার্মানির লাইপজিগ ইউনিভার্সিটির প্রকাশিত এক বিশ্লেষণে দেখা গেছে, জুলাই মাসে বৈশ্বিক তাপমাত্রা অতীতের সব রেকর্ড ভেঙে দেবে। এ মাসের গড় বৈশ্বিক তাপমাত্রা প্রাক-শিল্প গড়ের চেয়ে প্রায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস (২ দশমিক ৭ ডিগ্রি ফারেনহাইট) বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।

১৭৪ বছরের পর্যবেক্ষণ থেকে ইউরোপীয় ইউনিয়ন জানায়, ২০১৯ সালের জুলাই মাসের চেয়ে চলতি জুলাই মাস কমপক্ষে শূন্য দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস (শূন্য দশমিক ৪ ডিগ্রি ফারেনহাইট) উষ্ণ হবে।

সাধারণত দক্ষিণ গোলার্ধের শীতসহ জুলাই মাসের গড় তাপমাত্রা থাকে প্রায় ১৬ ডিগ্রি সেলসিয়াস (৬১ ডিগ্রি ফারেনহাইট)। কিন্তু চলতি জুলাই মাসে তাপমাত্রা পৌঁছেছে ১৭ ডিগ্রি সেলিসিয়াসের কাছাকাছি (৬৩ ডিগ্রি ফারেনহাইট)।

Link copied!