ডায়াবেটিস রোগীর চোখের সমস্যায় যা করণীয়

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৭, ২০২৩, ০৬:০৭ পিএম

ডায়াবেটিস রোগীর চোখের সমস্যায় যা করণীয়

সংগৃহীত ছবি

ডায়াবেটিস শুধু রক্তে শর্করার পরিমাণই বাড়ায় না—সেই সঙ্গে ক্ষতি করে আমাদের স্নায়ুর, চোখের, ব্রেনের, হার্টের ও কিডনির। ডায়াবেটিস থাকলে যেসব সমস্যা হতে পারে তার মধ্যে অন্যতম হলো চোখের ছানি।

চোখের ছানি

ডায়াবেটিক রোগীদের চোখে ছানি পড়ার হার যাদের ডায়াবেটিস নেই তাদের থেকে অনেক গুণ বেশি। ডায়াবেটিসের কারণে স্বচ্ছ লেন্স অস্বচ্ছ হয়ে যায়। আস্তে আস্তে এই অবস্থা ছানির আকার ধারণ করে এবং রোগী ক্রমাগত দৃষ্টিহীন হয়ে পড়ে।

কীভাবে ছানি আটকানো সম্ভব?

> ছানি প্রতিরোধ করতে অন্তত একবার চোখ পরীক্ষা করানো উচিত।

> যাদের চোখের সমস্যা আছে তাদের নিয়মিত চক্ষু চিকিৎসকের কাছে যাওয়া দরকার।

> ডায়াবেটিস থাকলেও সতর্ক হোন। রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখুন।

>ফ্যাশনের জন্য কম দামি রোদচশমা নয়, রোদে বের হলে ইউভি প্রতিরোধী চশমা পরুন।

চিকিৎসা

♦ লেসার চিকিৎসায় ডায়াবেটিস রেটিনোপ্যাথিজনিত অন্ধত্ব থেকে বাঁচা যায়।

♦ কিছু ইনজেকশন আছে যা নতুন রক্তনালির গ্রোথ বন্ধ করে।

♦ ছানির জন্য অপারেশন করাতে হয়।

♦ গ্লুকোমার জন্য চিকিৎসা চক্ষু বিশেষজ্ঞরা দিয়ে থাকেন।

ডায়াবেটিসজনিত চোখের সমস্যা প্রতিরোধে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা, নিয়মিত ডায়াবেটিসের ডাক্তার দেখানো এবং চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

Link copied!