অক্টোবর ১৫, ২০২৩, ১২:১৭ এএম
বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেয়েছে ডেঙ্গু প্রতিরোধে জাপানের তাকেদা ফার্মাসিউটিক্যালসের তৈরি টিকা ‘কিউডেঙ্গা’। গত ২ অক্টোবর জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য এই টিকার অনুমোদন দেওয়া হয়। তবে এই অনুমোদনের আগেই টিকা ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া, ব্রাজিল, থাইল্যান্ড ও আর্জেন্টিনা।
দুই ডোজের এই টিকা শুধুমাত্র ৬ থেকে ১৬ বছর বয়সীদের জন্য অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর আগে সানোফি-এ্যাভেন্টিজের তৈরি ডেঙ্গু টিকা ‘ডেঙ্গাভেস্কিয়া’র অনুমোদন দিয়েছে কয়েকটি দেশ।
ভাইরাসজনিত অনেক রোগ প্রতিরোধে টিকার ব্যবহার ইতিমধ্যেই প্রমাণিত। ডেঙ্গু ভাইরাসের চারটি ধরনের বিরুদ্ধেই ‘কিউডেঙ্গা’ টিকা কার্যকরী বলে জানানো হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ বাংলাদেশে আইসিডিডিআরবির সহায়তায় ‘টিভি০০৫’ নামে একটি ডেঙ্গু টিকার ক্লিনিক্যাল পরীক্ষা চালাচ্ছে। এই পরীক্ষার প্রথম দুই ধাপে তারা সফলতা পেয়েছে। তৃতীয় ধাপের পরীক্ষা সফল হলে এর বাণিজ্যিক উৎপাদন শুরু হবে।
বাংলাদেশের বর্তমানে ডেঙ্গু ভয়াবহ অবস্থায় আছে। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ১ হাজার ১৫৮ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গুবাহী এডিস মশা চরিত্র পরিবর্তন করায় মশক নিয়ন্ত্রণ ও মশার কামড় থেকে রক্ষা পাওয়ার উপায়ে বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করেছে।
ডেঙ্গু আক্রান্ত ও মৃতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশু ও কিশোর রয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি ৮৭ ভাগ শিশুরই দ্বিতীয়বার ডেঙ্গু হয়েছে।