স্বাস্থ্য শিক্ষা গবেষণায় বরাদ্দ ১০০ কোটি টাকা অপরিবর্তীত

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৯, ২০২২, ০৫:৩১ পিএম

স্বাস্থ্য শিক্ষা গবেষণায় বরাদ্দ ১০০ কোটি টাকা অপরিবর্তীত

দেশের স্বাস্থ্য বিজ্ঞান শিক্ষার উন্নয়ন গবেষণায় গত অর্থ বছরের মতো  এবারের বাজেটেও ১০০ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে বলে  জানিয়েছেন অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনকালে  তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, “দেশে চিকিৎসা বিজ্ঞানের মৌলিক প্রায়োগিক গবেষণার অবকাঠামো তৈরি গবেষণা কার্যক্রম প্রবর্তন করাসহ স্বাস্থ্য খাতের নতুন উদ্ভাবনের সক্ষমতা বৃদ্ধি ইত্যাদি লক্ষ্যকে সামনে রেখে আমরা বিগত অর্থবছরে ১০০ কোটি টাকার একটি সমন্বিত স্বাস্থ্য-বিজ্ঞান গবেষণা উন্নয়ন তহবিল গঠন করেছিলাম। আগামী অর্থবছরেও তহবিলে ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হবে

তিনি আরও বলেন, চলতি অর্থবছরে প্রতিযোগিতার ভিত্তিতে ২৩টি গবেষক/গবেষণা প্রতিষ্ঠান মৌলিক গবেষণা কার্যক্রম শুরুর জন্য নির্বাচিত হয়েছে। এসব গবেষক/গবেষণা প্রতিষ্ঠানের জন্য এই টাকা বরাদ্দ রাখা হবে।

Link copied!