অবশেষে সুয়েজ খালের সেই জাহাজ কিছুটা নড়ল

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৯, ২০২১, ১০:৫৪ এএম

অবশেষে সুয়েজ খালের সেই জাহাজ কিছুটা নড়ল

সোমবার ভোরে সুয়েজ খাল কর্তৃপক্ষ ‘এভার গিভেন’ নামক বিশালাকার এই জাহাজকে আটকে পরা তীর থেকে খানিকটা সরাতে সক্ষম হয়েছে। ২ ২৭,০০০ ঘনমিটার বালু সরিয়ে অবশেষে বিশালাকার এই জাহাজকে অন্তত ১০০ ফুট সরিয়ে এই জলপথের কিছু অংশ মুক্ত করতে সক্ষম হয় তারা।

দুটি বড় টগবোটের সাহায্যে এভারগিভেন উদ্ধার অভিযান সফল হয়েছে। সামুদ্রিক বাণিজ্যে সহায়তাকারী সংস্থা ইনচক্যাপ এভারগিভেনের উদ্ধার হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

ইনচক্যাপ কর্তৃপক্ষ এক টুইট বার্তায় বলেছেন, ‘সুয়েজ খাল কর্তৃপক্ষ স্থানীয় সময় ভোর ৪ টা ৩০ মিনিটে সফলভাবে এমভি এভার গিভেন কে উদ্ধাওে সক্ষম হয়েছে। এই মুহূর্তে এটির তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি। পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানানো হবে।’

তবে সুয়েজ খালে জাহাজের যে দীর্ঘ জ্যাম লেগে গেছে তা আবার খুলতে, বা ট্রানজিটের অপেক্ষায় থাকা কয়েকশো জাহাজের ব্যাকলোগ পরিষ্কার করতে কত সময় লাগবে তা এখনও সঠিকভাবে জানা যায়নি।

সোমবার রাতে ‘সুপারমুনে’র ফলে সৃষ্ট তীব্র জোয়ার আসার সাথে সাথে কর্তৃপক্ষ জাহাজের আটকে পরা খালের অংশের ৫৯ ফুটের (১৮ মিটার) গভীর পর্যন্ত বালু সরানোর ফলে জাহাজটি উদ্ধার করা সম্ভব হয়।।

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি দ্রুত এক লেন বিশিষ্ট এই খালটি মুক্ত করার নির্দেশ দেওয়ার পর এই উদ্ধার অভিযান শুরু হয়। সুয়েজ খাল কর্তৃপক্ষ (এসসিএ) চেয়ারম্যান ওসামা রাবি নিশ্চিত করেছে, এভারগিভেনের বহনকৃত মালামাল কবে খালি করা হবে,তা এখনও নিশ্চিত বলা যাচ্ছেনা। তবে, যত দ্রুত সম্ভব তারা ছোট কার্গোতে করে মালামাল স্থানান্তরের কাজ শুরু করতে চায়।

জাপানের মালিকানাধীন ১,৩০০ ফুট দীর্ঘ ও ২২০,০০০ টন ওজনের এই জাহজটি মঙ্গলবার থেকে সুয়েজ খালে আটকে পড়ায় আন্তর্জাতিক বাণিজ্যে মারাত্মক প্রভাব পড়ে। এশিয়া ও ইউরোপের মধ্যকার আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই রুটটি আটকে থাকায় বিশ্ব বাণিজ্যে কমপক্ষে ৫.৬ বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি হয়েছে।

সূত্র: ওয়াশিংটন পোস্ট।

 

 .

Link copied!