আগামী ২০২৪ সালের মধ্যে রাশিয়ার সব টাকাপয়সা শেষ হয়ে যাবে বলে আশঙ্কা দেশটির ধনকুবের ওলেগ দেরিপাসকার। তিনি বলেন, ‘আগামী বছরে আমাদের কোনো টাকাপয়সা থাকবে না। এই পরিস্থিতি সামাল দিতে আমাদের বিদেশি বিনিয়োগকারীদের প্রয়োজন পড়বে।’
বৃহস্পতিবার (২ মার্চ) সাইবেরিয়া অঞ্চলে একটি অর্থনৈতিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন বলে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাসের বরাতে সিএনএনের প্রতিবেদনে জানা গেছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হতেই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের নানা নিষেধাজ্ঞার পরও অর্থনৈতিক দিয়ে স্থিতিশীল অবস্থায় আছে রাশিয়া। গত বছর দেশটির অর্থনৈতিক উৎপাদন ২ দশমিক ১ শতাংশ সঙ্কুচিত হয়েছে। যুদ্ধ শুরুর পর রাশিয়ার অনেক অর্থনীতিবিদ ধারণা করেছিলেন পশ্চিমা নিষেধাজ্ঞার জেরে দেশটি অর্থনীতিতে আরও বড় ধাক্কা খাবে। কিন্তু তেমনটা না হওয়ায় এ নিয়ে গত সপ্তাহে প্রশংসা করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
তবে অর্থনৈতিক অবস্থার পরিবর্তনকে আর ঠেকিয়ে রাখতে পারছে না রাশিয়া। চলতি মাসে দেশটির তেলের উৎপাদন কমছে। যুদ্ধ চলমান থাকলে পশ্চিমা নিষেধাজ্ঞা আরও বাড়বে রাশিয়ার ওপর। স্বাভাবিকভাবেই অর্থনৈতিক অবস্থা খারাপ হতে থাকবে।
এই অর্থনৈতিক পতনের আশঙ্কার কথা জানিয়ে রুশ ধনকুবের দেরিপাসকা বলেন, এমন অবস্থায় বিদেশি বিনিয়োগকারী বিশেষ করে মিত্র দেশগুলো বড় ভূমিকা রাখতে পারে। তবে তারা রাশিয়াতে বিনিয়োগ করার আগে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ ও বাজারব্যবস্থার ওপর চোখ রাখবে। সেগুলো ঠিক থাকলে বিনিয়োগ পেতে পারে রাশিয়া।