আগস্ট ১৮, ২০২১, ০৩:৩২ পিএম
চলমান আফগান পরিস্থিতি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে পৃথকভাবে টেলিফোনে কথা বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। মঙ্গলবার (১৭ আগস্ট) তারা আফগানিস্তানের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
ইমরান খান পাকিস্তানসহ এই অঞ্চলের অগ্রগতির জন্য একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল আফগানিস্তানের ওপর জোর দেন। তিনি বলেন, সার্বিক নিরাপত্তার পাশাপাশি সব আফগানের অধিকারও নিশ্চিত করতে হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী অপর দুই নেতার সঙ্গে ফোনালাপে আরো বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমঝোতার দিকে এগিয়ে যাওয়াই সেরা উপায়।
তিনি বলেন, পাকিস্তান আফগান নেতাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। আন্তর্জাতিক সম্প্রদায়কেও এবিষেয়ে যুক্ত থাকতে হবে। আফগানিস্তানের জনগণকে অর্থনৈতিকভাবে সহায়তা করতে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। এসময় তিনি আফগানিস্তান থেকে কূটনৈতিক কর্মী ও আন্তর্জাতিক সংস্থার কর্মীদের এবং অন্যদের সরিয়ে নেওয়ার ক্ষেত্রে পাকিস্তানের ইতিবাচক ভূমিকাও তুলে ধরেন।
বরিস জনসনের সাথে আলাপকালে করোনা নিয়ন্ত্রণে পাকিস্তানের গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করে ইমরান খান কোভিড ইস্যুতে যুক্তরাজ্যের সঙ্গে প্রাসঙ্গিক তথ্যে আদান-প্রদান করা হয়েছে বলে জানিয়ে পাকিস্তানকে যুক্তরাজ্যের লাল তালিকা থেকে সরানোর আহ্বান জানান।
মার্কেলের সঙ্গে আলাপচারিতায় পাকিস্তান ও জার্মানির মধ্যে নিয়মিত উচ্চপর্যায়ের মত বিনিময়ে সন্তোষ প্রকাশ করে ইমরান খান বলেন, পাকিস্তান পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে জার্মানির সঙ্গে সহযোগিতা বাড়াতে সবসময় প্রস্তুত।
জনসন ও মার্কেল আফগানিস্তানের ক্রমবর্ধমান পরিস্থিতির ব্যাপারে ইমরান খানের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখতে সম্মত হয়েছেন।
সূত্র: দ্যা ডন