ভারতের কেরালা রাজ্যের ইদুক্কি ও কোত্তায়াম জেলায় ভারী বৃষ্টিপাতের জেরে বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন অনেকে। লোকজনকে নিরাপদে সরিয়ে নিতে উদ্ধারকাজ চলছে।
শনিবার (১৬ অক্টোবর) কেরালার বেশির ভাগ এলাকায় সারারাত টানা বৃষ্টি হয়। এতে তলিয়ে গেছে রাস্তাঘাট-দোকানপাটসহ বেশ কিছু বসতবাড়ি। দেশের ৫টি জেলায় জারি করা হয়েছে রেড-অ্যালার্ট।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, আজ রবিবার সকালে থেকে কেরালার বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত কমেছে। তবে গতকাল সারা রাত বৃষ্টি হয়েছে। বৃষ্টিপাতের কারণে কোত্তায়াম জেলার বাঁধগুলোতে পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। পানির চাপে খুলে দেওয়া হয়েছে জেলাটির মানিইয়ার বাঁধের গেটগুলো। সেখানে এখনো ১২ জন নিখোঁজ রয়েছেন। খারাপ আবহাওয়ার কারণে কোত্তায়ামে উদ্ধারকাজে বিলম্ব হচ্ছে।
এ দুর্যোগ মোকাবিলায় রাজ্য সরকারের অনুরোধে ভারতের সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা কেরালার বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করছেন। দেশটির ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স কবলিত অঞ্চলগুলোতে ১১টি দল মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। বাড়তি সতর্কতার অংশ হিসেবে আজ ও আগামীকাল সোমবার সাবারিমালা মন্দিরে ভক্তদের না যেতে প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
সুখবর নেই আবহাওয়া অফিসের কাছে। তাদের পূর্বাভাস, আজও ভারি বর্ষণ হতে পারে কেরালায়। কেরালা উপকূলে আরব সাগরের দক্ষিণ-পূর্বে গত কয়েক দিনে সৃষ্ট নিম্নচাপের ফলে রাজ্যটিতে ভারি বর্ষণ হচ্ছে বলে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে।
বন্যাদুর্গতদের প্রতি সমবেদনা জানিয়ে কংগ্রেস নেতা ওয়াইয়ানাদের সাংসদ রাহুল গান্ধী এক টুইট বার্তায় বলেছেন, ‘আমি কেরালার মানুষের সঙ্গে রয়েছি। দয়া করে নিরাপদে থাকুন এবং নিরাপত্তা সতর্কতাগুলো মেনে চলুন।’