জুলাই ১১, ২০২৩, ০৯:১১ পিএম
রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়তে ইউক্রেনকে বিতর্কিত ও গণবিধ্বংসী ক্লাস্টার বা গুচ্ছ বোমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোর বিরোধিতা করেছে চীন। ক্লাস্টার বোমা দিলে ইউক্রেন যুদ্ধে ‘মানবিক সমস্যা’ দেখা দেবে বলে ওয়াশিংটনকে সতর্ক করেছে বেইজিং।
গতকাল সোমবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
চীনের সংবাদমাধ্যম ‘চায়না ডেইলি’র প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সংবাদ সম্মেলনে মাও নিং বলেন, ইউক্রেনকে ক্লাস্টার বোমা মার্কিন সরকারের এ সিদ্ধান্তে গোটা আন্তর্জাতিক সমাজে উদ্বেগ দেখা দিয়েছে। বহু দেশ যুক্তরাষ্ট্রকে এ কাজ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরও বলেন, “চীন সরকার বিশ্বাস করে উত্তেজনা ও ইউক্রেনের সঙ্কট যাতে বাড়তে না পারে সেজন্য সংশ্লিষ্ট পক্ষের উচিত আগুনে ঘি ঢালা থেকে বিরত থাকা।”
প্রসঙ্গত, গত শুক্রবার ইউক্রেনকে বিতর্কিত ও গণবিধ্বংসী ক্লাস্টার বা গুচ্ছ বোমা দেওয়ার কথা ঘোষণিা করেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। রুশ বাহিনীর বিরুদ্ধে গোলাবারুদ শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর কাছে ক্লাস্টার বোমা ও অন্যান্য অস্ত্র চেয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
এরই পরিপ্রেক্ষিতে স্থানীয় সময় শুক্রবার রাতে তিনি দেশটিতে ক্লাস্টার বোমা সরবরাহ করা হবে বলে ঘোষণা দেন। ক্লাস্টার বোমা সরবরাহের কঠিন সিদ্ধান্ত নিতে কিছুটা সময় লেগেছে বলেও তিনি জানান।
বেসামরিক মানুষ হতাহতের ভয়ঙ্কর রেকর্ড রয়েছে ক্লাস্টার বোমার। ২০১০ সালে একটি আন্তর্জাতিক কনভেনশনের মাধ্যমে ক্লাস্টার বোমার উৎপাদন, পরিবহণ, মজুদ ও ব্যবহার নিষিদ্ধ করা হয়। যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইউক্রেন ছাড়া বিশ্বের ১২০ টির বেশি দেশ চুক্তিতে সই করেছে।