তুরস্কের একটি ভূগর্ভস্থ কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত হয়েছে। শুক্রবারের এ দুর্ঘটনায় আরও অর্ধশতাধিক লোক খনিতে আটকা পড়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, ব্রিটেনের উত্তরাঞ্চলীয় বারতিন প্রদেশের ওই খনিটিতে বিস্ফোরণের সময় প্রায় ১১০ জন লোক কাজ করছিল এবং তাদের প্রায় অর্ধেক ৩০০ মিটারেরও বেশি গভীরে ছিল।
তুরষ্কের স্বরাষ্ট্রমন্ত্রী এর আগে সুলেয়মান সোয়লু জানিয়েছেন, এ পর্যন্ত ৫৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, “ভূপৃষ্ঠের প্রায় ৩০০ মিটার গভীরে বিস্ফোরণটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ৩০০ থেকে ৩৫০ মিটার গভীরের ‘ঝুঁকিপূর্ণ’ অংশে প্রায় ৪৯ জন লোক কাজ করছিল।” তিনি বলেন, “ওই অংশে কিছু লোক আছে যাদের আমরা বের করে আনতে পারিনি।”
এদিকে, রাতের জীবিতদের কাছে পৌঁছতে খনন চালিয়ে যাচ্ছিলেন উদ্ধারকারীরা। ভিডিও ফুটেজে দেখা গেছে, কৃষ্ণ সাগরের উপকূলে আমাসরা খনিটি থেকে উদ্ধারকারীদের সঙ্গে খনি শ্রমিকরা বের হয়ে আসছেন, তাদের পুরো শরীর কালো হয়ে আছে এবং চোখগুলো ঘোলাটে; যারা নিখোঁজ রয়েছেন তাদের পরিবার ও বন্ধুরা প্রিয়জনের খবরের জন্য খনিটিতে উদ্বিগ্নভাবে অপেক্ষা করছেন।
খনিতে বিস্ফোরণের কারণ এখনও জানাতে পারেনি কর্তৃপক্ষ। নীয় সরকারি কৌঁসুলির দপ্তর ঘটনার তদন্ত শুরু করেছে। তবে দেশটির জ্বালানিমন্ত্রী জানিয়েছেন, প্রাথমিক ইঙ্গিতগুলোতে খনিতে থাকা মিথেন গ্যাসের কারণে বিস্ফোরণটি ঘটেছে বলে আভাস পাওয়া গেছে।