ডিসেম্বর ২৫, ২০২১, ০১:৩৯ পিএম
করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ শনাক্ত হওয়ার পর দক্ষিণ আফ্রিকাসহ আশপাশের আটটি দেশের ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আসছে ৩১ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিটে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। সূত্র: সিএনবিসি
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে দেশটির গণমাধ্যম সিএনবিসিরে প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, জিম্বাবুয়ে, নামিবিয়া, লেসোথো, ইসোয়াতিনি, মোজাম্বিক, মালাউয়ির ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ৩১ ডিসেম্বর রাত ১২ টা ১ মিনিটে আর থাকছে না।
বাইডেন প্রশাসনের ওই কর্মকর্তা আরও জানান, যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণবিষয়ক সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) পরামর্শ অনুসারে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে। কারণ বিশেষজ্ঞরা এখন নিশ্চিত হতে পেরেছেন, যে টিকাগুলো যুক্তরাষ্ট্রে প্রয়োগ করা হচ্ছে, সেগুলো করোনার ওমিক্রনের সংক্রমণ রোধে কার্যকর।
হোয়াইট হাউসের ওই কর্মকর্তা বলেন, “যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ বৃদ্ধিতে আফ্রিকার দেশ থেকে আসা ভ্রমণকারীরা কোনো প্রভাব ফেলবে না।”
প্রসঙ্গত, চলতি বছরের গত নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম বারের মতো করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়। ওই দেশটিতে ওমিক্রন শনাক্তের পরই ২৯ নভেম্বর আফ্রিকার দেশগুলো থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।