দেশের সংকট মোকাবিলায় বাংলাদেশের উদাহরণ টানলেন শ্রীলঙ্কান প্রেসিডেন্ট

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৬, ২০২২, ০৮:৫৬ পিএম

দেশের সংকট মোকাবিলায় বাংলাদেশের উদাহরণ টানলেন শ্রীলঙ্কান প্রেসিডেন্ট

নিজের দেশের অর্থনৈতিক সংকট মোকাবিলায় বাংলাদেশের উদাহরণ টানলেন শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। তিনি দেশের লজিস্টিক খাতে নজর দেওয়া উচিত বলেও জানিয়েছেন। শ্রীলঙ্কার অর্থনৈতিক দুর্দশা আরও এক বছর স্থায়ী হবে এবং দেউলিয়া অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার জন্য চিরাচরিত ধারার বাইরে গিয়ে ভিন্নভাবে চিন্তা করতে হবে বলেও মন্তব্য করেছেন। 

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু তাদের এক প্রতিবেদনে জানায়, শুক্রবার (৫ আগস্ট) অনুষ্ঠিত ‘লেটস রিসেট শ্রীলঙ্কা’ শীর্ষক দুই দিনের সম্মেলনে দেশের সংকট নিয়ে এসব কথা বলেন বিক্রমাসিংহে। এ সময় শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংস্কারের জন্য উচ্চকর আরোপের প্রয়োজন হবে বলেও জানান তিনি।

পুনরুদ্ধারের জন্য শ্রীলঙ্কাকে লজিস্টিক এবং পারমাণবিক শক্তির মতো নতুন খাতের দিকে নজর দিতে হবে উল্লেখ করে বিক্রমাসিংহে বলেন, ‘আমি মনে করি, আগামী ছয় মাস থেকে এক বছর অর্থাৎ আগামী বছরের জুলাই পর্যন্ত আমাদের একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমি লজিস্টিকসে খুব বেশি বিশ্বাস করি। আপনি যদি ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানের অর্থনীতির প্রবৃদ্ধি দেখেন; এখানে কলম্বো, হাম্বানটোটা এবং ত্রিনকোমালিতে লজিস্টিকস একটি বড় ভূমিকা পালন করতে পারে।’

দেশকে পারমাণবিক শক্তিখাতে প্রবেশের বিষয়টি বিবেচনা করতে হবে জানিয়ে শ্রীলঙ্কান প্রেসিডেন্ট বলেন, ‘আপনার কাছে যত বেশি শক্তি থাকবে, আপনি ভারতে তত বেশি বিক্রি করতে পারবেন। একই সঙ্গে আরও বেশি নবায়নযোগ্য শক্তি উপলব্ধ রাখতে হবে। আমাদের ভিন্নভাবে চিন্তা করতে হবে।’

বিক্রমাসিংহে বলেন, ‘এটি এমন এক সময়, যা আমরা আগে দেখিনি। আমাদের বিদেশি ঋণ এবং স্থানীয় ঋণ উভয় দিকই দেখতে হবে। এটি অবশ্যই একটি কঠিন সময় হতে চলেছে, বিশেষ করে প্রথম ছয় মাস।’ 

আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমায় এলপি গ্যাসের দাম কমানোর ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা। এর আগে জ্বালানি তেলের দাম কমায় দেশটি। সোমবার (৮ আগস্ট) মধ্যরাত থেকে এলপি গ্যাসের নতুন দাম কার্যকর হবে। দেশটির সবচেয়ে বড় গ্যাস কোম্পানি লিটরোর চেয়ারম্যান মুদিথা পিরিস এ তথ্য নিশ্চিত করেছেন।

শ্রীলঙ্কার গ্যাসের বাজারের ৮৫ শতাংশ নিয়ন্ত্রণ করে লিটরো। তারা অর্থনৈতিকভাবে বিপর্যস্ত শ্রীলঙ্কায় এলপি গ্যাসের দাম কমানো ঘোষণা দেয়। 

দেশটির অর্থ মন্ত্রণালয় ও ভোক্তাবিষয়ক কর্তৃপক্ষ প্রবর্তিত গ্যাসের দামের তথ্য অনুযায়ী, ১২ দশমিক ৫ কেজির সিলিন্ডারে দাম কমতে পারে ২০০ রুপির বেশি। এর আগে অর্থাৎ ১১ জুলাই সিলিন্ডারটির দাম বেড়ে ৪ হাজার ৯১০ রুপিতে দাঁড়িয়েছিল। লিটরোর চেয়ারম্যান জানিয়েছেন, কোম্পানিটির কাছে যথেষ্ট পরিমাণ গ্যাসের মজুত রয়েছে। ফলে জ্বালানির জন্য মানুষের দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না। তাছাড়া অক্টোবর পর্যন্ত পর্যাপ্ত গ্যাসের অর্ডার দেয়া হয়েছে। 

ডিজেলের দাম লিটারে ১০ রুপি কমানোর ঘোষণার পর বাসভাড়াও কমেছে শ্রীলঙ্কায়। বৃহস্পতিবার (৪ আগস্ট) রাত থেকে ১১ দশমিক ১৪ শতাংশ কমিয়ে নতুন বাসভাড়া কার্যকর করেছে দেশটি। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীলঙ্কার জাতীয় পরিবহন কমিশনের (এনটিসি) মহাপরিচালক ড. নীলান মিরান্ডা।

নীলান মিরান্ডা বলেন, ‘সম্প্রতি এক লিটার ডিজেলের দাম ১০ রুপি কমানোয় যাত্রীদের সুবিধা দিতে বাসভাড়া কমানো হবে।’ এখন থেকে দেশটিতে ন্যূনতম বাসভাড়া ৩৪ রুপি (প্রায় ৯ টাকা), যা আগে ছিল ৩৮ রুপি (১০ টাকা)।

এনটিসির ঘোষণা অনুযায়ী, সব ধরনের বেসরকারি এবং শ্রীলঙ্কা ট্রান্সপোর্ট বোর্ড (এসএলটিবি) পরিচালিত গাড়ির ক্ষেত্রেই ভাড়া কমেছে। 

Link copied!