মিয়ানমারের সাগাইং অঞ্চলে বিদ্রোহীদের সঙ্গে তুমুল সংঘর্ষে দেশটির সামরিক বাহিনীর ৩০ সদস্য নিহত হয়েছেন। বুধবার (১৩ অক্টোবর) ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
মিয়ানমারের সামরিক জান্তাবিরোধী প্রতিরোধ যোদ্ধাদের গ্রুপ পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) এক মুখপাত্র রেডিও ফ্রি এশিয়াকে জানিয়েছেন, সোমবার সকালে মান্দালাই শহরের দক্ষিণ-পশ্চিমে ইরাবতী নদীর তীরের সাগাইং অঞ্চলে মিয়ানমারের সামরিক বাহিনী অভিযান শুরু করলে পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) সদস্যদের সংঙ্গে সংঘর্ষ শুরু হয়। এসময় মিয়ানমার সেনাবাহিনীর একটি কনভয় সড়কে পুঁতে রাখা ল্যান্ডমাইনের কবলে পড়লে একজন কমান্ডারসহ সরকারি বাহিনীর ৩০ সেনা নিহত হন।
পিডিএফ’র ওই মুখপাত্র আরও বলেন, ‘রবিবার (১০অক্টোবর) থেকে মিয়ানমারের সামরিক বাহিনীর ওই কনভয়ের অপেক্ষায় ছিলাম আমরা। কারণ সরকারি বাহিনীর একজন সিনিয়র কমান্ডার (অভিযান চালাতে) এদিকে আসার কথা বলেছিলেন।’
গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সুচির নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করার পর দেশটি মারাত্মক গোলযোগের মধ্যে পড়েছে। দেশটিতে তীব্র গণ-আন্দোলন শুরু হয় এবং সামরিক ক্ষমতার জোরেই বার্মিজ সেনাবাহিনী তা দমনের চেষ্টা করে।
পর্যবেক্ষক সংস্থা অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি)-এর তথ্য অনুযায়ী, মিয়ানমারের জান্তা বাহিনীর হাতে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ১৬৭ জন নিহত হয়েছেন। এ ছাড়া দেশটিতে ৭ হাজার ২০০-র বেশি মানুষকে কারাগারে আটক রেখেছে তারা।