ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় বেড়েছে লুটপাট, ১০০ আটক

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৩, ২০২৩, ১২:৪৫ পিএম

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় বেড়েছে লুটপাট, ১০০ আটক

৬ ফেব্রুয়ারি তুরস্ক-সিরিয়ায় হয়ে গেছে ভয়াবহ ভূমিকম্প। ৩৪ হাজার মানুষের নাম উঠেছে মৃত্যুর তালিকায়। আহত হয়ে বেঁচে আছে লাখো মানুষ। এখনো জীবিত মানুষ উদ্ধারের আশা নিয়ে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরানোর কাজ করে যাচ্ছেন। এর মধ্যে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় শুরু হয়েছে লুটপাট। এখন পর্যন্ত ১০০ জনের অধিক আটক হয়েছে।

তুরস্কের বার্তাসংস্থা আনাদুলু এজেন্সির প্রতিবেদনে জানা যায়, তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনে লুটপাটের অভিযোগে অন্তত ১০০ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।

সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়া মানুষগুলো খোলা আকাশের নিচে ঠান্ডায় ও খাবারের অভাবে অসহায় জীবনযাপন করছে। তাদের ত্রাণ সহায়তা ও দেখভালের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বিভিন্ন সাহায্যকারী সংস্থা। এর মধ্যেই খবর পাওয়া যায় লুটপাটের। 

দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সানলিউরফা প্রদেশে গিজেম নামে এক উদ্ধারকর্মী বলেন, ‘আমরা লুটেরাদের বেশিক্ষণ বাধা দিয়ে রাখতে পারিনি, কেননা প্রায় সবার হাতে ছিল ছুরি।’

লুটেরাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

গত সোমবারের ভয়াবহ ভূমিকম্পের পর চলছে ব্যাপক উদ্ধার তৎপরতা। সাহায্যকর্মী, পুলিশ, সেনাবাহিনীসহ বিভিন্ন সংস্থার সমন্বয়ে চলছে উদ্ধার ও ত্রাণ বিতরণ। তবে এর মধ্যেও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আর ভবন নির্মাণে অনিয়মের কারণে গ্রেপ্তারের খবরও পাওয়া গেছে।

তুরস্কের হিসাবে ৮০ হাজার মানুষ হাসপাতালে ভর্তি আছেন আর এ ভয়াল দুর্যোগে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছেন প্রায় ১০ লাখ লোক।

Link copied!