ফেব্রুয়ারি ৭, ২০২৩, ০৭:২০ পিএম
শক্তিশালী ভূমিকম্পে তছনছ হয়ে গেছে তুরস্ক-সিরিয়ার বেশ কয়েকটি শহর। সোমবার আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের পর উত্তর-পশ্চিম সিরিয়ার একটি কারাগার থেকে বেশ কয়েকজন বন্দি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, কারাগারটিতে মূলত বিদ্রোহী ও ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের আটক করে রাখা হয়েছিল। পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে বেশিরভাগই আইএস এর সদস্য।
প্রতিবেদনে বলা হয়, তুর্কি সীমান্তের কাছে সিরিয়ার রাজো শহরে অবস্থিত মিলিটারি পুলিশ কারাগারে প্রায় দুই হাজার বন্দী রয়েছে। ভূমিকম্পের পরই তারা কারাগারে বিদ্রোহ করে। তাদের মধ্যে অর্ধেকের বেশি আইএস যোদ্ধা বলে সন্দেহ করা হচ্ছে। কারাগারে কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর যোদ্ধাও রয়েছে। ভূমিকম্প আঘাত হানার পর রাজো প্রভাবিত হয় এবং বন্দিরা বিদ্রোহ শুরু করে এবং বেশ কয়েকজন কারাগার থেকে পালিয়ে যায়।
কারাগারের ওই কর্মকর্তা আরও বলেন, “প্রায় ২০ জন বন্দি পালিয়ে গেছে। তাদেরকে আইএস জঙ্গি বলে মনে করা হচ্ছে।”
তবে সিরিয়ার যুদ্ধ পর্যবেক্ষণকারী ব্রিটিশভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়ার মনিটর জানায়, কারাগারে বিদ্রোহের খবরের ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। তবে বন্দিরা পালিয়ে গেছে কিনা বা তারা ইসলামিক স্টেটের সদস্য কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
প্রসঙ্গত, তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিধ্বংসী ভূমিকম্পের পর এখন পর্যন্ত সিরিয়ায় দেড় হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই সংখ্যা আরও অনেক বাড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।