মিয়ানমারে রক্তপাত বন্ধের আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। বুধবার ভ্যাটিকানে অনুষ্ঠিত সাপ্তাহিক ভাষণে পোপ বলেন, ‘মিয়ানমারের রাস্তায় দাড়িয়ে যদি বলতে পারতাম সহিংসতা থামান!'
সামরিক অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। জান্তাবিরোধী বিক্ষোভকারীদের ওপর চড়াও হচ্ছে সরকারি বাহিনী। ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত দেশটিতে অন্তত ২০০ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন।
বুধবার পোপ ফ্রান্সিস বলেন, ‘আরও একবার গভীর দুঃখের সঙ্গে আমি মিয়ানমারের নাটকীয় পরিস্থিতি নিয়ে কথা বলার গুরুত্ব অনুভব করছি, সেখানে বহু মানুষ, বেশিরভাগই তরুণ, দেশবাসীর স্বাধীণতার অধিকারকে মুক্ত করতে তারা প্রাণ উৎসর্গ করছে।'
গত সপ্তাহে মিয়ানমারের মিয়াতকিয়ানা শহরের রাস্তায় হাঁটু গেড়ে বসে নিরাপত্তা বাহিনীর প্রতি বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণ না করার আহ্বান জানান এক ক্যাথলিক নান। ওই ঘটনার ভিডিও এবং ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। সেই ঘটনার দিকে ইঙ্গিত করে পোপ ফ্রান্সিস বলেন, ‘আমিও যদি মিয়ানমারের রাস্তায় হাঁটু গেড়ে বসতে পারতাম, আর বলতে পারতাম সহিংসতা বন্ধ করুন। আমিও যদি দুই বাহু প্রসারিত কওে বলতে পারতাম চল, আলোচনার পথ খুলি!’
সিস্টার আন রোজ নু তায়াং নামের ওই নান পরে সাংবাদিকদের বলেন তিনি পুলিশকে বলেছিলেন, ছেলেমেয়েদের ছেড়ে এর বদলে তাকেই গুলি করতে বলেছিলেন। বৌদ্ধ অধ্যুষিত মিয়ানমারে আট লাখেরও কম রোমান ক্যাথলিক বাস করে মিয়ানমারে।
২০১৭ সালে মিয়ানমার সফর করে আসা পোপ ফ্রান্সিস বলেন, ‘রক্তক্ষয়ে কোনও কিছুর সমাধান হয় না। অবশ্যই আলোচনার পথ উন্মোচন করতে হবে।‘ মিয়ানমারের রোমান ক্যাথলিক নেতা চার্লস মং বো-ও রক্তক্ষয় অবসানের আহ্বান জানান।
সূত্র: রয়টার্স, ভয়েস অব আমেরিকা।