আগস্ট ৭, ২০২২, ০২:১৩ পিএম
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে আরও ১৪ দিন থাকার অনুমতি দিতে সিঙ্গাপুর সরকারকে অনুরোধ করেছে কলম্বো। ডেইলি মিরের প্রতিবেদনে বলা হয়েছে, সিঙ্গাপুরে অবস্থান করা গোতাবায়া আরও কিছুদিন দেশটিতে থাকবেন।
শ্রীলঙ্কায় নজিরবিহীন অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকটে আন্দোলনের মুখে পালিয়ে গত ১৪ জুলাই মালদ্বীপ থেকে সিঙ্গাপুরে চলে যান সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। তাঁর ভিসার মেয়াদ শেষ হওয়া সাপেক্ষে আগামী ১১ আগস্ট সিঙ্গাপুর ছাড়ার কথা ছিল তাঁর।
দেশ ছেড়ে পালিয়ে সিঙ্গাপুরে যাওয়ার পর গত ১৫ জুলাই শ্রীলঙ্কার স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠান সাবেক এই প্রেসিডেন্ট। পরবর্তীতে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন রনিল বিক্রমাসিংহে।
দ্বীপরাষ্ট্রটি নজিরবিহীনভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের সংকটে ভুগছে। দুই কোটি ২০ লাখ মানুষ মুদ্রাস্ফীতি আর দীর্ঘ সময়ের লোডশেডিংয়ের কবলে। রয়েছে তীব্র জ্বালানি সংকট। এমন পরিস্থিতি উত্তরণে শ্রীলঙ্কায় কমানো হয়েছে ডিজেল- পেট্রলসহ জ্বালানি তেলের দাম। গ্যাসের দামও কমানোর সিদ্ধান্ত নিয়েছে রনিল সরকার।
বিশ্ববাজারে জ্বালানির দাম কমার পর গত সপ্তাহে দেশটিতে ডিজেল ও পেট্রলের দাম কমানো হয়েছে। আর সোমবার মধ্যরাত থেকে কমছে এলপিজির দাম। সম্প্রতি প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে এক ঘোষণায় বলেন, সংকট থেকে বেরিয়ে আসতে চেষ্টা চালিয়ে যাচ্ছে তার সরকার।
সূত্র: দ্য হিন্দুস্তান টাইমস