পদত্যাগ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন। গত করেকমাস ধরে চলা রাজনৈতিক অস্থিরতার ডামাডোলে তার দল সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারালে তিনি পদত্যাগ করতে বাধ্য হন।
স্থানীয় সময় রবিবার (১৫ আগস্ট) মহিউদ্দিন ইয়াসিন টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি প্রধানমন্ত্রী হিসাবে পদত্যাগের ঘোষণা দেন। একই সঙ্গে রাজার নির্দেশে পরবর্তি সরকার গঠন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে দায়িত্ব পালন করবেন বলেও মন্তব্য করেন তিনি।
মহিউদ্দিন ইয়াসিন বলেন, ‘আমি আশা করি খুব শিঘ্রই নতুন সরকার গঠিত হয়ে দেশের শাসন প্রণালী মসৃণভাবে চালিয়ে নিয়ে যাবে । আগামী দুমাস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা, আগামী অক্টোবরের মধ্যেই আমরা হার্ড ইমিউনিটি অর্জন করতে চাই।’
মালয়েশিয়ার রাজা আল-সুলতান আব্দুল্লাহ নতুন প্রধানমন্ত্রী নিয়োগের আগ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে মহিউদ্দিনকেই নিয়োগ দিয়েছেন।
প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিনের এই পদত্যাগের মাধ্যমে ১৭ মাস ধরে চলা এক অচলাবস্থার অবসান ঘটলেও কোভিড-১৯ এর কারণে ক্ষতিগ্রস্ত অর্থনীতির পুনরুদ্ধার এবং কোভিড সিচুয়েশন নিয়ন্ত্রণের কার্যক্রম বাঁধাগ্রস্ত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
মালয়েশিয়ার রাজনৈতিক পরিস্থিতিতে এটি এখনো স্পষ্ট নয় যে, কে প্রধানমন্ত্রী হবে। কেননা, সংসদে কোন দলেরই একক সংখ্যাগরিষ্ঠতা নেই। ফলে মহিউদ্দিন ইয়াসিনের এই পদত্যাগ মালয়েশিয়ার রাজনৈতিক অস্থিরতাকে নতুন করে উস্কে দেওয়ার সম্ভাবনা দেখছেন অনেকে।