লাদাখে ভারতের সঙ্গে রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষে নিজেদের চার সেনা নিহত হওয়ার কথা এই প্রথম স্বীকার করে নিল চীন। ভারত-চীন সীমান্তের লাদাখের ওই সংঘর্ষের ঘটনা ঘটে প্রায় আটমাস আগে। চীনা সেনাবাহিনীর অফিশিয়াল সংবাদপত্র ‘পিএলএ ডেইলি’ শুক্রবার জানায়, ‘নিহত চার সেনাসদস্যকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়েছে।’
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম শিনহুয়া জানায়, ‘বিদেশি সেনারা চুক্তি ভেঙে সীমান্ত অতিক্রম করে চীনের অভ্যন্তরে ঢুকে পড়েছিল। বিদেশি সেনাদের বিরুদ্ধে প্রচণ্ড সংগ্রাম করতে গিয়ে চীনের চার সেনা প্রাণ হারান। নিহত ব্যক্তিদের মরণোত্তর পুরস্কার দেওয়া হয়েছে।’
২০২০ সালের ১৫ জুন পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় দুই দেশের সেনাবাহিনী ওই সীমান্ত সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের পর ভারতের পক্ষ থেকে নিশ্চিত করা হয়, এই ঘটনায় তাদের ২০ জন সেনা নিহত হয়েছেন। সংঘর্ষে চীনা পক্ষেও হতাহতের ঘটনা ঘটেছে। ঘটনার পর বেইজিং হতাহতের কথা স্বীকার করলেও তারা এত দিন সুনির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করেনি।
গত জুন মাসের ওই সংঘর্ষের ঘটনায় চীন ও ভারত পরস্পরকে দোষারোপ করে। এ নিয়ে সীমান্তে দুই দেশের মধ্যে কয়েকমাস ধরে উত্তেজনা বিরাজ করে। পরে কয়েক দফায় আলোচনার পর এক সমঝোতার ভিত্তিতে চলতি মাসে প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে সেনা সরাতে শুরু করে চীন ও ভারত।
তথ্যসূত্র: আলজাজিরা।