আফটার শক: ফের কাঁপল মরক্কো, আর্তনাদ আর আহাজারি

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ১০, ২০২৩, ০৯:২৯ পিএম

আফটার শক: ফের কাঁপল মরক্কো, আর্তনাদ আর আহাজারি

ছবি: রয়টার্স

শক্তিশালী ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই মরক্কোয় আবারও কম্পন (আফটারশক) অনুভূত হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে ২ হাজারের বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত প্রায় ২ হাজারেরও বেশি। এ ঘটনায় তিনদিনের শোক ঘোষণা করেছে দেশটি।

রবিবার (১০ সেপ্টেম্বর) আফটার শকের কম্পন অনুভূত হওয়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে ফের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে নতুন এই কম্পনের মাত্রা ছিল ৩ দশমিক ৯। তবে এই আফটারশকে নতুন করে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রেড ক্রসের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার পরিচালক হোসাম এলশারকাউই বলেছেন, সিরিয়া বা তুরস্কেও আমরা এটি দেখেছি যে, এ ধরনের ব্যাপক ক্ষয়ক্ষতি এক বা দুই সপ্তাহের ব্যবধানে কাটিয়ে ওঠা সম্ভব নয়। কয়েক বছর যদি না-ও হয়, অন্তত কয়েক মাস লাগবে (পুনরুদ্ধারে)।

দেশটির গত ছয় দশকের ইতিহাসে এটিই সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পে এখন পর্যন্ত ২ হাজার ১২ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ২ হাজার ৫৯ জন। আহতদের মধ্যে আহত ২ হাজার ৫৯ জনের অবস্থা আশঙ্কাজনক।

এতে আরও বলা হয়, মার্কিন ভূ-জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, শুক্রবার গভীর রাতে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮। এর কেন্দ্র ছিল দেশটির ঐতিহাসিক মারাকেশ শহর থেকে দক্ষিণ-পশ্চিমে ৭২ কিলোমিটার দূরে। 

Link copied!