নেপালের মত গণঅভ্যুত্থানের ডাক দিয়ে ১৪ মামলা খেলেন ভারতের বিজেপি নেতা

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০৮:৩৯ এএম

নেপালের মত গণঅভ্যুত্থানের ডাক দিয়ে ১৪ মামলা খেলেন ভারতের বিজেপি নেতা

বিজেপি নেতা অর্জুন সিং

পশ্চিমবঙ্গের যুবসমাজকে ‘নেপাল থেকে শিক্ষা নেয়ার’ আহ্বান জানিয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং।

উত্তর ২৪ পরগণার বারাকপুরের সাবেক বিজেপি সাংসদ বৃহস্পতিবার বলেন, রক্তপাত ছাড়া কোনো দুর্নীতিগ্রস্ত শাসন শেষ হয় না।

বিজেপি নেতার এই মন্তব্য বিতর্কের জন্ম দিয়েছে।

তৃণমূল কংগ্রেস রাজ্যজুড়ে সাবেক সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়ের  করেছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হত্যার হুমকি দেয়ার অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস।

পশ্চিমবঙ্গের ‘কর্তৃত্ববাদী’ সরকারকে উৎখাত করার জন্য বাংলায় ‘গণ-অভ্যুত্থানের’ আহ্বান জানিয়ে বিতর্কিত মন্তব্য করার পর ব্যারাকপুরের বিজেপি নেতা অর্জুন সিংয়ের বিরুদ্ধে বেশ কয়েকটি থানায় কমপক্ষে ১৪টি এফআইআর দায়ের করা হয়েছে।

এদিকে, বাংলার বিজেপি নেতারা সিংয়ের বক্তব্য থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছেন।

তারা বলেছেন, প্রতিবেশী দেশের ঘটনাবলী নিয়ে মন্তব্য করা পররাষ্ট্র মন্ত্রকের এখতিয়ারে পড়ে।

নেপালের চলমান সংকট নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিজেপি নেতা অর্জুন সিং বলেন, পশ্চিমবঙ্গের এই দুর্নীতিগ্রস্ত সরকারকে পরাস্ত করার জন্য বাংলার যুবসমাজ কখন জাগবে? আমরা অপেক্ষা করছি। রক্তপাত ছাড়া কোনো দুর্নীতিগ্রস্ত শাসন শেষ হয় না। অনেকেই বলেছেন যে, (মহাত্মা) গান্ধীজি গান বাজিয়ে দেশ স্বাধীন করেছিলেন। আমি ব্যক্তিগতভাবে এতে বিশ্বাস করি না।

তিনি বলেন, পশ্চিমবঙ্গে যে দুর্নীতি তার তুলনায় নেপালের ১০ শতাংশ দুর্নীতিতে যুবসমাজ সরকারের পতন ঘটিয়েছে। পশ্চিমবঙ্গেও বিজেপি নেতা অনুরূপ আন্দোলনের জন্য যুবসমাজকে আহ্বান জানিয়েছেন।

 

Link copied!