ছবি: সংগৃহীত
বাজারে নানা রঙের সবজির সমারোহ থাকলেও দামের আগুনে দিশেহারা ক্রেতা। বেশিরভাগ সবজির দাম ৮০ থেকে ১২০ টাকা। এ সপ্তাহেও স্বস্তি নেই মুরগির বাজারে। ব্রয়লার কেজিপ্রতি ১০ টাকা বেড়ে ১৮০ টাকা। বাজার খরচার হিসাব মেলাতে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্তরা। টানা বৃষ্টি আর সরবরাহ কমের যুক্তি দেখাচ্ছেন ব্যবসায়ীরা।
সারা দেশেই নিত্যপণ্যের বাজারে যেন আগুন জ্বলছে। তার উত্তাপ লেগেছে রাজধানীর বাজারে।
খুচরা বাজারে এখন কাঁচা পেঁপে, চিচিঙ্গা আর মূলা ছাড়া ৮০ টাকার নিচে নেই কোনো সবজি। পটল, করলা, গাজর, শসা, ঝিঙে, লাউ, কাঁকরোল, ঢেঁড়স কিংবা ধুন্দল- সবই ৮০ থেকে এক শর ঘরে। দোকানিরা টমেটোর দাম হাঁকাচ্ছেন কেজিপ্রতি ১২০ টাকা। কাঁচা মরিচের ঝাল কিছুটা কমলেও দাম ১৬০ থেকে ২০০ টাকা।
ক্রেতারা বলছেন, সবজির সমারোহ থাকলেও দামের কারণে কিনতে সাত-পাঁচ ভাবতে হয় মধ্যবিত্তদের। সামান্য কিছু সবজি কিনতেই খালি হয়ে যাচ্ছে পকেট।
দেশি পেঁয়াজের দাম কেজিপ্রতি ৭০ থেকে ৮০ টাকা। রসুনের দাম নেওয়া হচ্ছে ২০০ থেকে ২৪০ টাকা। আলু প্রকারভেদে বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়।
এ সপ্তাহেও চড়া মুরগির বাজার। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। সোনালি মুরগি ৩০০ থেকে ৩২০ টাকা। চাষের রুই, পাঙ্গাস, কই কিংবা শিং মাছ নাগালের মধ্যে হলেও, ইলিশের দাম অনেকেরই সাধ্যের বাইরে।
আমদানির কারণে চালের বাজারে তুলনামূলক স্বস্তি। হেরফের নেই গরু এবং খাসির মাংসের দামে।