সর্বোচ্চ নিরপেক্ষভাবে সংসদীয় আসনের সীমানা পুণঃনির্ধারণ হয়েছে: ইসি আনোয়ারুল

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৭, ২০২৫, ০৩:১৩ পিএম

সর্বোচ্চ নিরপেক্ষভাবে সংসদীয় আসনের সীমানা পুণঃনির্ধারণ হয়েছে: ইসি আনোয়ারুল

ছবি: সংগৃহীত

সর্বোচ্চ সতর্কতা, বিচক্ষণতা ও নিরপেক্ষভাবে সীমানা পুণঃনির্ধারণ করা হয়েছে। কোনো আদালতে বা অন্য কোনো কর্তৃপক্ষের কাছে এ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই।

রোববার, ০৭ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার।

তবে কতগুলো আসনের সীমানা পরিবর্তন হয়েছে সেই সংখ্যা তিনি জানাতে পারেননি। এ সময় দল নিবন্ধন প্রসঙ্গে ইসি আনোয়ারুল আরও বলেন, দল নিবন্ধন কাজ প্রায়ই শেষ। এক সপ্তাহের মধ্যে পরবর্তী প্রক্রিয়া শেষে চলতি মাসের মধ্যেই চূড়ান্ত করা হবে।

এক প্রশ্নে তিনি বলেন, ভোট নিয়ে কোনো প্রকার শঙ্কা নেই। এ ছাড়াও, অংশীজনদের সাথে সংলাপ নিয়ে শিগগিরই কমিশন যথাযথ ব্যবস্থা নেবে।

ইসি আনোয়ারুল জানান, রোডম্যাপ মোতাবেক ত্রয়োদশ সংসদ নিবার্চনকে সামনে রেখে চলতি মাসের শেষার্ধ থেকেই শুরু হওয়ার কথা অংশীজনদের সাথে সংলাপ।

Link copied!