উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষার্থী

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১২, ২০২৫, ০৬:৪৯ পিএম

উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষার্থী

ছবি: সংগৃহীত

উপাচার্যের কাছ থেকে দাবি পূরণের আশ্বাস পেয়ে তিন দিনের মাথায় অনশন ভাঙলেন সাত দফা দাবিতে আন্দোলনে থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নয় শিক্ষার্থী।

শুক্রবার, ১২ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টার দিকে উপাচার্য অধ্যাপক ইয়াহইহয়া আখতার প্রক্টর কার্যালয়ের সামনে অবস্থানরত আন্দোলনকারীদের জুস পান করিয়ে অনশন ভাঙান। 

আন্দোলনকারী শিক্ষার্থী ধ্রুব বড়ুয়া বলেন, আমাদের স্পষ্ট দাবি ছিল, “প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ অন্যান্য দাবির বিষয়ে স্পষ্ট ঘোষণা দিতে হবে। উপাচার্য স্যার আমাদের দাবি মানার বিষয়ে আশ্বাস দিয়েছেন। দ্রুত পূরণের আশ্বাসে আমরা অনশন ভেঙেছি।” খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ সময় বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন তিন শিক্ষার্থীসহ অনশনরত সকলেই উপস্থিত ছিলেন বলে জানান তিনি।

নিরাপদ ক্যাম্পাস, প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ সাত দাবিতে বুধবার বেলা ১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ের সামনে অনশনে বসেন নয় শিক্ষার্থী। ‘অধিকার সচেতন শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে তারা এ কর্মসূচি শুরু করেন।

বাংলা বিভাগের ওমর সমুদ্র, ধ্রুব বড়ুয়া ও সুদর্শন চাকমা, সংগীত বিভাগের ঈশা দে ও জশদ জাকির, ইংরেজি বিভাগের আহমেদ মুগ্ধ ও নাইম শাহজাহান, মার্কেটিং বিভাগের সুমাইয়া শিকদার এবং স্পোর্টস সাইন্সের রাম্রা সাইন মারমা অনশনে অংশ নেন।

দ্বিতীয় দিনে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য অনশনস্থলে গিয়ে আন্দোলনকারীদের আলোচনার প্রস্তাব দেন। অনশনকারীরা তা প্রত্যাখঅন করেন এবং দাবি মানার বিষয়ে সুষ্পষ্ট ঘোষণা চান।

এরপর অনশনকারী তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। বেশি অসুস্থ হলে তাদের বিশ্ববিদ্যালয় মেডিকেল স্টোরে ভর্তি করা হয়।

Link copied!