সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৬:৪৮ পিএম
ছবি: সংগৃহীত
বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর কুড়িল এলাকায় সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা।
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর বিকেল ৩টায় তারা এই অবরোধ শুরু করেন। এতে বিমানবন্দর ও অফিসগামী মানুষ চরম ভোগান্তিতে পড়েন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান ট্রাফিক বিভাগের এক ফেসবুক পোস্টে বলা হয়েছে, কুড়িলে ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের প্রায় ৫০০-৬০০ কর্মী সড়ক অবরোধ করেছেন। ফলে বাড্ডা ও কুড়িল সড়কে উভয়মুখী যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
এ ছাড়াও, প্রায় ২ শতাধিক শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শেওড়া বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ করেছেন।
সহকারী কমিশনার (ট্রাফিক-গুলশান) মো. সোহেল রানা বলেন, ‘বকেয়া বেতন-ভাতার দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।’
তবে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন বলেও জানান তিনি।