নেপালে দেখামাত্রই গুলির নির্দেশ-সেনাবাহিনী মোতায়েন, নিহত বেড়ে ১৬

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৬:০৬ পিএম

নেপালে দেখামাত্রই গুলির নির্দেশ-সেনাবাহিনী মোতায়েন, নিহত বেড়ে ১৬

ছবি: সংগৃহীত

নেপালে সরকারবিরোধী বিক্ষোভ রুখতে কারফিউ জারি করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের বাসভবনের সামনে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীর সদস্যদের। এ ছাড়া দেশটির পার্লামেন্ট আগুন দেওয়ার পর কিছু এলাকায় বিক্ষোভকারীদের দেখলেই গুলির নির্দেশ দিয়েছে দেশটির সরকার। আজ সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

ইন্ডিয়া টুডে বলছে, সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ ও সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে রাস্তায় নেমে পড়েছে নেপালিরা। আজ সোমবার কাঠমান্ডুতে এই বিক্ষোভ রুখতে টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ। এমনকি বিক্ষোভকারীরা পার্লামেন্টের দিকে এগিয়ে গেলে সেখানে ব্যারিকেড দেয় তারা।

সেই ব্যারিকেড ভেঙে ঢুকে পড়ার চেষ্টা করে আন্দোলনকারীরা। সেখানে ঢুকে আগুন দেওয়া হয় ভবনে, ভাঙচুর করা হয় কিছু আসবাব।

এদিকে নেপালের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, সংঘাতে এখন পর্যন্ত ১৪ জন নিহত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে জেনারেল জেড (জেন জি) বিক্ষোভকারীদের নেতৃত্বে সোমবারের ব্যাপক বিক্ষোভে কমপক্ষে ১৪ জন নিহত এবং ১০০ জনের বেশি আহত হয়েছে। তবে বেসরকারিভাবে জানা গেছে, এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছে।

পার্লামেন্টের কাছে ক্রমবর্ধমান অস্থিরতা রুখতে বেসামরিক প্রশাসনের অনুরোধে নেপাল সেনাবাহিনীর ২ থেকে ৩টি প্লাটুন মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর উপস্থিতি বর্তমানে শুধু কাঠমান্ডু এলাকায় সীমাবদ্ধ রয়েছে।

বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিতে আহত হয়েছেন কানতিপুর টেলিভিশনের সাংবাদিক শ্রেষ্ঠা। এরই মধ্যে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠক শুরু করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।

Link copied!